কমলনগরে নানা অনিয়মে নিয়োগ পরীক্ষা বাতিল
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসার অফিস সহকারি কাম হিসাব সহকারি পদে নিয়োগ পরীক্ষা আবেদন পত্রে প্রার্থীর অসঙ্গতিপূর্ণ ক্রুটি এবং নিয়োগ কেন্দ্রিক নানা অনিয়মের কারণে ডিজি’র প্রতিনিধি লীপি সরকার পরীক্ষা বাতিল করেন।
শুক্রবার (৩রা নভেম্বর) বিকেলে উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসায় পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়।
নিয়োগ পরীক্ষা চলাকালিন সময়ে স্থানীয়দের মধ্যে হট্টগোল ও জোর-স্বরে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা বাতিলে স্লোগান শুনা এবং মিছিল দেখা গেছে।
সূত্রে জানা যায়, মাদ্রাসা প্রধান মো.শাহাজান অফিস সহকারি কাম হিসাব সহকারি পদে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তির শেষ সময় পর্যন্ত মাদ্রাসা প্রধান তা গোপন রাখেন। পরবর্তীতে বিজ্ঞপ্তির সময়, তারিখ শেষ হলে কিছুটা জানাজানি হয়। বিজ্ঞপ্তিকৃত পদের জন্য স্থানীয় কোন প্রার্থী আবেদন করতে পারেনি। মাত্র চারটি আবেদন জমা পড়ে। তারমধ্যে প্রতিষ্ঠান প্রধানের পুত্র এবং বাকি তিনটি তার আত্মীয়স্বজনদের আবেদনপত্র ছিল। এতে শুরু হয় মাদ্রাসা প্রধান মো.শাহাজানের নিয়োগ কেন্দ্রিক নানা অনিয়ম ও অসঙ্গতি খবর। যা জনসম্মুখে প্রকাশ পায় মাদ্রাসা প্রধান তার পুত্র মো.মাহমুদুল হাসান নামে ব্যক্তিকে নিয়োগ দিবেন।
সূত্রে আরও জানান, কমলনগরের জনবহুল স্থান চর লরেন্স এলাকা। এখানে স্থানীয় মাদ্রাসায় চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কোন আবেদন জমা পড়বে না এটা অবিশ্বাস্য এবং খামখেয়ালি। মাদ্রাসা প্রধান বা নিয়োগ কমিটি বিজ্ঞপ্তির সময়, পত্রিকার নাম, কোন কিছুই জনসম্মুখে প্রকাশ করেননি। যার কারণে কোন প্রার্থী আবেদন করতে সুযোগ পাননি। স্থানীয়রা দাবি করেন, চলমান নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্ণরায় বিজ্ঞপ্তি প্রকাশে জনসম্মুখে জানিয়ে দেয়া হোক।
সিলেট মাদ্রাসা বোর্ডের পরিদর্শক, ডিজি’র প্রতিনিধি লিপি সরকার বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালিন সময়ে প্রার্থীদের মধ্যে ক্রুটিপূর্ণ অসঙ্গতি এবং নিয়োগ কেন্দ্রিক স্থানীয়দের মধ্যে হট্টগোল দেখা যায়। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পত্রগুলোতে প্রার্থীদের নানা সমস্যা ধরা পড়ে যার কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
ভী-বাণী /ডেস্ক/আমু