শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে মাদ্রাসা প্রধানের ছেলেকে নিয়োগ দিতে যত গোপনীয়তার অভিযোগ
কমলনগরে মাদ্রাসা প্রধানের ছেলেকে নিয়োগ দিতে যত গোপনীয়তার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশ গন্জ ফয়েজে আম আলিম মাদ্রাসায় অফিস সহকারি কাম হিসাব সহকারি পদে নিয়োগ পরীক্ষার সময়, ক্ষণ কিছুই জানেন না প্রতিষ্ঠানের সভাপতি এবং কমিটির সদস্যরা। মাদ্রাসা প্রধানের পুত্রকে নিয়োগ দিতে যত গোপনীয়তা করছে অভিযোগ করেন।
প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুর ইসলাম দোলন ও কমিটির সদস্য মাওলানা মো.সোলাইমান বলেন, মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহাজান হঠাৎ নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন (৩রা নভেম্বর) রোজ শ্রক্রবার। তবে পরীক্ষা কখন কোন সময় হবে এমন কোন তথ্য নির্ধারণ করেননি। তিনি সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন অভিযোগ করেন।
সূত্রে জানা যায়, মাদ্রাসা প্রধান মো.শাহাজান সম্পূর্ণ গোপনীয় ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে স্থানীয় কোন প্রার্থী জানেন না। তিনি বিজ্ঞপ্তি প্রকাশের সময়, পত্রিকার নাম কমিটিকে অবহিত করেনি। তিনি নিয়োগ বিজ্ঞপ্তি মাদ্রাসা প্রচার বোর্ড এবং জনসম্মুখে প্রচার করেন নি। যার কারণে আবেদনকারি প্রার্থীরা সঠিক সময়ে আবেদন করতে পারেননি। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে মাত্র ৪টি আবেদন পড়েছে। স্থানীয় উপজেলার কোন আবেদন জমা পড়েনি। সবগুলো আবেদন জেলা সদর এবং রামগতি উপজেলার থেকে জমা পড়েছে।
সূত্রে আরও জানা যায়, মাদ্রাসা প্রধান আত্মীয়করণে তার ছেলে মো.মাহমুদুল হাসান নামে ব্যক্তিকে উক্ত পদে নিয়োগ দিবেন। যার কারণে ৩টি আবেদন জমা করেন, সবগুলো আবেদন তার আত্মীয়স্বজনের এমন তথ্য শুনা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগে গোপনীয়তার সবকিছু মাসাদ্রা প্রধান মো.শাহজান তার ছেলেকে নিয়োগ দিতে করছেন অভিযোগ করেন তারা।
মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহাজান বলেন, ৩রা নভেম্বর নিয়োগ পরীক্ষা হবে (সংবাদকর্মী) আপনি কিভাবে জানেন..? প্রশ্ন করেন..। এবং তিনি বলেন… ৩রা নভেম্বর রোজ শুক্রবার কোন নিয়োগ পরীক্ষা হবে না।
মাদ্রাসার সভাপতি মো.মাবুবুর ইসলাম দোলন বলেন, মাদ্রাসা প্রধান মো.শাহাজান নিয়োগ পরীক্ষা (৩রা নভেম্বর) রোজ শুক্রবার হবে জানান। তবে কোন সময় হবে এমন কিছুই বলেননি। তিনি আরও বলেন, নিয়োগ নিয়ে প্রধান কেন এমন গোপনীয়তা করছে মাথায় কাজ করছে না। স্থানীয় কোন প্রার্থী নেই। মাত্র তিনটি আবেদন জমা রয়েছে। শুনেছি সবগুলো প্রধানের আত্মীয়স্বজন।
সিলেট মাদ্রাসা বোর্ডের পরিদর্শক লিপি সরকার বলেন, নিয়োগ পরীক্ষা দুপুরের পর হবে। পরীক্ষায় তিনজন প্রার্থীর অংশগ্রহন দরকার। নিয়োগের গোপনীয়তার ক্ষেত্রে প্রার্থীতের সবকিছু যাচাই-বাছাই করা হবে।
ভী-বাণী /ডেস্ক /আমু