রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে সরকারি ডিলার নিয়োগ প্রতারণা মামলায় ড্রাইভার সোহেল কারাগারে
কমলনগরে সরকারি ডিলার নিয়োগ প্রতারণা মামলায় ড্রাইভার সোহেল কারাগারে
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি চালের ডিলার নিয়োগ দিবে মর্মে চেক এবং সাদা স্ট্যাম্প জালিয়াতি মামলায় মো.সোহেল (৩৩) ওরপে ড্রাইভার সোহেল নামে ব্যক্তিকে জেলে প্রেরণ করে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামগতি) আদালতের বিচারক মো. তারেক আজিজ।
বাদী পক্ষে আইনজীবি মো.মিজানুর রহমান জানান, মো.মুসলিম নামে ব্যক্তি বাদী হয়ে জেলা আদালতে চেক এবং স্ট্রাম্প জালিয়াতির মামলা দায়ের করেন। আদালত তদন্ত সাপেক্ষে আসামী মো.সোহেলকে হাজির হতে নির্দেশ প্রদান করেন। বিচারক মো. তারেক আজিজ মামলার তদন্ত সাপেক্ষে আসামীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বাদী মো.মুসলিম নামে ব্যক্তি মামলায় উল্লেখ্য করেন, মো.সোহেল তাকে ১০ টাকার চালের ডিলার নিয়োগ দিবে বলে আইডি কার্ড, ছবি, ৩টি ইসলামী ব্যাংকের চেকের পাতা, এবং ৩টি সাদা স্বাক্ষরকৃত ননজুডিশিয়াল স্ট্যাম্প নেন। কিছুদিন পরে ডিলার নিয়োগ দিতে না পারলে তার কাছে থাকা চেকের পাতা, স্ট্যাম্পগুলো ফেরৎ চাইলে টাল বাহনা শুরু করে এবং ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। হঠাৎ ইসলামী ব্যাংক থেকে তাকে(বাদী) ৯লক্ষ টাকার চেক জমা হয়েছে ফোন দেয়। তিনি হতাশ ও ভয়ে বিষয়গুলো স্থানীয় কিছু গন্যমান্য ব্যক্তিকে জানান। পরে চেকের পাতাগুলো উদ্ধার করে পুড়ে ফেলে দেন তারা। এছাড়াও প্রায় সময় তার পুত্রবধুকে নানাভাবে যৌন হয়রানি করতে থাকে। তার অত্যাচারে নিরুপায় হয়ে সুষ্ঠু বিচার দাবিতে মামলা দায়ের করেন। আদালত মামলার বিস্তারিত সত্যতার খোঁজে পিবিআইকে দায়িত্ব দেয়। পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তিনি প্রতারক ও লম্পট মো. সোহেল এর বিচার দাবি করেন।
মো.সোহেল উপজেলার চর কালকিনির মো. শাহাজান চৌকিদার এর পুত্র। তিনি কমলনগর উপজেলা দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তার (ইউএনও)’র গাড়ির ড্রাইভার হিসেবে কর্মরত রযেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাস বলেন, তার নামে আদালতে ব্যক্তিগত মামলা হয়েছে। সে কারগারে গিয়েছে শুনেছি। তবে তার ব্যক্তিগত মামলার সাথে উপজেলা প্রশাসন জড়িত নন।