কমলনগরে হত্যার হুমকিতে থানায় জিডি
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে খুন, হত্যা ও প্রান নাশের হুমকির দায়ে থানায় সাধারণ ডায়েরি করেন অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ানের বিরুদ্ধে ভুক্তভোগী মো.শিব্বির দেওয়ান। রবিবার(২৭আগস্ট) রাতে স্থানীয় থানায় হুমকি ভয়ে নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ভুক্তভোগী মো.শিব্বির দেওয়ান জিডিতে লিখেন, কে বা কাহারা উপজেলার চর ফলকন ইউপি সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ানের এর বিরুদ্ধে অনলাইন ও প্রিন্ট পত্রিকায় দুর্ণীতির সংবাদ প্রচার করেন। তাদের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক ঝামেলা থাকায় নিউজ সংকান্ত বিষয়ে তিনি আমাকে সন্দেহ করেন। তিনি এবং তার ভাই আক্তার দেওয়ান ও জসিম দেওয়ান প্রকাশ্য আমাকে মারধর, গালমন্দ ও খুন, গুম, প্রাণ নাশের হুমকি প্রর্দশন করছেন।
তিনি আরও লিখেন, অভিযুক্তরা এলাকায় সন্ত্রাসী, লাঠিয়াল ও জোরদখলদার হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ভয়ে অন্যায়ে কথা স্বীকার করে না। তারা প্রকাশ্য এলাকা ও বিভিন্ন স্থানে আমাকে পেলে হত্যা ও মারধর করে হুমকি দিচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করিলাম। অভিযুক্তদের বিচার দাবি করছি।
ইউপি সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ান বলেন, বাদী অভিযোগগুলো সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। তিনি সত্য লুকিয়ে থানায় আমাকে হেনস্তা করতে সাধারণ ডায়েরি করেছে।
কমলনগর থানা ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, হত্যার হুমকি ও নানা কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে। তদন্ত করে জানা যাবে। তদন্ত চলছে।