কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্থায়ী অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। রবিবার(২৭ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার চৌধুরী বাজারে অবস্থিত অস্থায়ী অফিস ভাঙচুর করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক)অফিস ভাঙচুর ঘটনা প্রকাশ পায়। কিছু ফেইসবুক আইডি থেকে দু’দলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি মিছিল ও স্ট্রাট্যাস দিতে দেখা যায়।
তবে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের ধারণ রাতের আধারে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একপেশীয় নেতা-কর্মীরা অফিস ভাঙচুর করেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের অফিস রাতের আধারে ভাঙচুর করেন। তারা দলের পক্ষে তীব্র নিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপে বিচার দাবি করেন।
আওয়ামী লীগের পক্ষে অফিস ভাঙচুরের বিষয়টি কে বা কাহারা করেছে তারা অবগত নয় বলে জানান।
লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ এবিএম আশরাফ উদিদন নিজান বলেন, উপজেলার চর মার্টিন, কালকিনি, চর লরেন্স ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা অস্থায়ী অফিস পরিচালনা করেন। গতকাল রাতের আধাঁরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অফিস ভাঙচুর করে পালিয়ে যায়। অফিস ভাঙচুর যারাই করেছে তাদের প্রতি তীব্র নিন্দা এবং অপরাজনীতি বন্ধ করে আহবান জানাচ্ছি।
কমলনগর থানা ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, বিএনপির অফিস ভাঙচুর বিষয়টি শুনেছি।তবে কারা জড়িত থাকতে পারে খবর নেয়া হচ্ছে। সঠিত তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভী-বাণী || ডেস্ক