রবিবার, ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারে প্রতিবাদ
কমলনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারে প্রতিবাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের পাটোয়ারী হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বি মো.জামাল হোসেন’র বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে প্রতিবাদ জানান তিনি।
হাজ্বি মো.জামাল হোসেন দাবি করেন, “কমলনগরে রাতভর নির্যাতনের পর অসম বিয়ের নাটক সাজালেন আ’লীগ নেতা” এমন সংবাদ কিছু নামধন্য প্রিন্ট ও অনলাইন পোর্টালে সংবাদ গুলো প্রচারিত হয়। সংবাদের শিরোনামে এমন কোন তথ্য সত্য নয়।
প্রসঙ্গত, এরআগে গত ২৫ আগস্ট রাতে বিধবা ৩ সন্তানের জননী হোসনেয়ারা (৫০) এবং কিশোর রিপন(১৭) সাথে বিয়ের নাটক সাজানো হয় এবং তাদের বিয়ে করিয়ে দেয় আ’লীগের সাধারণ সম্পাদক হাজ্বি মো. জামাল হোসেন এবং তার লোকজন। স্থানীয়দের মতে নির্যাতনের শিকার রিপন ও অসহায় নারী একের অপরকে পছন্দ করে। তারা বিয়ে করতে চায়।এলাকা বাসি তাদের বিয়ের জন্য বললে তারা বিয়ে করবে প্রতিশ্রুতি দেয়। পরে স্থানীয়রা কাজী ডেকে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। রিপরের মা দাবি করেন তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়া হয়েছে। এটাও অসত্য, মিথ্যে, বানোয়াট দাবি করেন হাজ্বি মো. জামাল হোসেন।
হাজ্বি মো. জামাল হোসেন আরও বলেন, রিপন এবং তা মা পলাতক নয়। তাদের অভিযোগে যুবলীগ নেতা আজিজল হক আইজল ও মাইনউদ্দিন তারাও জড়িত নয়। মিথ্যা, বানোয়াট, অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদগুলো সঠিক নয়। মিথ্যে, বানোয়াট, অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।