শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম | সারাদেশ » কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন এর উপর হামলা করার অভিযোগ উঠে। রাতের অন্ধকারে হামলায় তার মাথা পেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উন্নত চিকিৎসা দিতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা রাজপথে বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা প্রধান শিক্ষক দোলনের উপর হামলার জোরালো প্রতিবাদ প্রকাশে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বলেন, তিনি গত মঙলবার রাতে বাড়ি ফেরার পথে তার পরিবারে সাবেক ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকনের ভাই সাখাওয়াত হোসেন রাশেদ ও ভাতিজারা হঠাৎ এলোপাতাড়ি দা ও লাঠি-সোঁটা দিয়ে তার উপর আক্রমণ করেন। এতে তার মাথা পেটে রক্তাক্ত হয়। তিনি চিৎকার দিলে দৌড়ে তার দু’ভাই আসে। তারাও হামলা শিকার হন।স্কুল কেন্দ্রীক দীর্ঘদিনের সমস্যার জের ধরে এমন হামলা করেন তিনি বলেন।
তিনি আরও বলেন, তিনি স্কুলের প্রধান শিক্ষক হওয়ার পর থেকে অভিযুক্তরা কোন সুবিধা নিতে পারছে না। স্কুলের পুকুর দখল করে আছে। স্কুলের কমিটিতে তাদের রাখা হয়নি, এসমস্ত ক্ষোভ থেকে রাতের বেলায় তার উপর আতংকিত হামলা করা হয়।
অভিযুক্তদের সাথে আলাপ করলে জানা যায়, স্কুল কেন্দ্রীক কোন সমস্যা নেই। এটা তাদের পারিবারিক সমস্যা। প্রধান শিক্ষক দোলন তার বাড়ি নির্মান স্বার্থে কিছু মেহগুনি গাছ কেটে ফেলে। প্রধান শিক্ষক দোলনের সাথে গাছ কাটা সমস্যা নিয়ে হাতাহাতি হয়। এতে কে-বা কা হা রা তার উপর হামলা চালিয়ে মাথায় জখম করেছে জানা নেই। তারা আরও বলেন, নিজের ব্যাক্তিগত স্বার্থ রক্ষার্থে স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রতিবাদ র্যালি ও সমাবেশ করেছে। এটা সম্পূর্ণ অমানবিক। প্রছন্ড রৌদ্রের তাপে স্কুল শিক্ষার্থীদের দিয়ে পারিবারিক দ্বন্দ্ব ও সমস্যা সমাধান নয়।
উপজেলা থানা ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, হামলার ঘটনা শুনেছি।তবে এখনো কোন অভিযোগ হয়নি। হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভী-বাণী /ডেস্ক/আমু