শুক্রবার, ২১ জুলাই ২০২৩
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুর প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জামালপুরের সরিষাবাড়ীতে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ জুলাই) বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে আর এন সি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুছা মেলেটারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক এর সন্তান সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
বক্তব্যে হেলাল বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাছিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে আগামীর চেতনা ও উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যের সাথে কাজ করতে হবে। দ্বাদশ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) এলাকায় নৌকার মনোনয়ন চাচ্ছি। সবার দোয়া কামনা করছি।
আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ জয়, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, যুগ্ম সম্পাদক স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ইয়াকুব আলী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন চাঁন ,বীর মুক্তিযোদ্ধা শাজাহান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সাতপোয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বিদ্যুৎ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান মন্ডল, সাতপোয়া ইউপি সদস্য রিপন মিয়া, রেজাউল করিম, মিলন সরকার প্রমুখসহ প্রমুখ।
ভী/বাণী/সোহেল রানা