বুধবার, ১৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » লক্ষ্মীপুরে দলীয় কর্মসূচিতে মুখোমুখি সংঘর্ষ, কমলনগর আ’লীগের সম্পাদকের বাসা ও গাড়িতে হামলা
লক্ষ্মীপুরে দলীয় কর্মসূচিতে মুখোমুখি সংঘর্ষ, কমলনগর আ’লীগের সম্পাদকের বাসা ও গাড়িতে হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র পথযাত্রা ও আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দু’দলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২জনসহ আহত শতাধিক। এদিকে দ্বিমুখি সংঘর্ষে জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এ কে এম নুরুল আমিন রাজু’র বাসা ও গাড়িতে হামলা করে ভাংচুর করেন। মঙলবার(১৮ জুলাই) বিকেল সংঘর্ষের ঘটনা ঘটে।
এড. এ কে এম নুরুল আমিন রাজু বলেন, জননেত্রী শেখ হাছিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বিএনপি হঠাৎ হামলা করে। এতে এলোপাতাড়ি ভাবে আধুনিক হাসপাতাল (রামগতি-কমলনগর) সড়কে সামনে থেকে তার বাসা ও গাড়িকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে তার বাসার গ্লাস ও গাড়ির গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। তিনি বেশ ক্ষতিগ্রস্তের শিকার হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নিজাম উদ্দিন বলেন, সম্পাদকের বাসা ও গাড়িতে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেন।
বিএনপি সূত্রে জানা যায়, শান্তি পথযাত্রায় সরকার দলীয়রা বাঁধা প্রধান করেন। আ”লীগ ও পুলিশের হামলা ও গুলিতে তাদের দু’জন কর্মী নিহত ও শতাধিক নেতা-কর্মী আহত হন। তার বাসা ও গাড়িতে কারা হামলা করেছে তাদের জানা নেই।
ভী-বাণী /