লক্ষ্মীপুরে জেলা পরিষদ উপ-নির্বাচনে মোল্লা জয়ী
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের জেলা পরিষদ উপ-নির্বাচনে (কমলনগর-৫)সাধারণ সদস্য পদে নির্বাচিত হন (পানিরকল) প্রতিকের মো.গিয়াস উদ্দীন মোল্লা। সোমবার (১৭জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কমলনগর-৫ সাধারণ সদস্য পদে ১১৭জন ভোটার ভোট প্রদান করেন। ভোটে অংশগ্রহন করেন তানিয়া বেগম (তালা), মো.গিয়াস উদ্দীন মোল্লা (পানিরকল) ও নুর নবী চৌধুরী ভিপি (হাতি) প্রতিক।
মো.গিয়াস উদ্দীন মোল্লা (পানিরকল) ৭৫, তানিয়া বেগম (তালা) ৪২, ও নুর নবী চৌধুরী শূণ্য ভোট পান। বিজয়ী প্রার্থী মো.গিয়াস উদ্দীন মোল্লা ৩৩ ভোটের ব্যবধানে নিটকতম প্রার্থী তানিয়া বেগমকে পরাজিত করেন।
প্রিজাইটিং অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম সূত্রে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও থানা কর্মকর্তা মুহাম্মদ সোলাইমানসহ প্রমুখ।
প্রসঙ্গত, জেলা পরিষদ সাধারণ সদস্য (কমলনগর-৫) নির্বাচনে মনিরুল ইসলাম রিপু নির্বাচিত হন। তিনি শপথ নেয়ার কিছুদিন পরে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে নির্বাচন কমিশনার সদস্য পদ শূন্য ঘোষণা করেন।