মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপনের অভিযোগ
কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপনের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসায় সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠে মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহজানের বিরুদ্ধে।
একাধিক শিক্ষকরা জানান, মাদ্রাসায় সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ দেয়া হবে। কিন্তু মাদ্রাসা প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার নাম, আবেদন তারিখ এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া করছে তা সংকান্ত কিছুই অবগত করেননি। নিয়োগ সংকান্ত বিষয়ে শিক্ষকরা অবগত নন।
মাদ্রাসা শিক্ষক কমিটির সদস্য মো.ফারুক হোসেন ও মো.সোলাইনমান বলেন, সৃষ্ট পদে নিয়োগ রেজুলেশন হয়েছে। তবে কবে, কখন, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা প্রধান তাদের অবগত করেনি। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রধান তাদের না জানিয়ে করছে। শিক্ষক কমিটির অন্য সদস্য বলেন, তিনি নিয়োগ সংক্রান্ত কিছুই জানেন না।
মো.ফারুক বলেন, অফিস হিসাব সহকারি নিয়োগ হবে প্রধান বলেছেন। তিনি নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার নাম, আবেদন তারিখ কিছুই বলেননি। শুধু বলেছেন সৃষ্ট পদে নিয়োগ হবে। তবে গত জুনের ৫ তারিখে বিজ্ঞপ্তি দিয়েছে এবং আবেদনে শেষ তারিখ ২০জুন এটা প্রধান জানিয়েছেন।
এদিকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো.ফরিদ উদ্দিন বলেন, মাদ্রাসা নিয়োগ কমিটিতে তিনি নেই। নিয়োগ সংক্রান্ত কোন তথ্য তিনি অবগত নন।
মাদ্রাসা সভাপতি মাহবুবুল ইসলাম দোলন বলেন, সৃষ্ট পদে নিয়োগ হবে মাদ্রাসা প্রধান জানিয়েছেন। তবে কোন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আবেদনের শেষ তারিখ এসব কিছুই তিনি অবগত নন।
মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহজাহান বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে মাদ্রাসা শিক্ষক কমিটি ও শিক্ষকরা অবগত। তিনি নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার কপি মাদ্রাসা অফিস রুমে সংরক্ষণ করেননি। তিনি নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলো অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, শিক্ষক নিয়োগ কমিটি এবং প্রতিষ্ঠান নিয়োগ বোর্ড গঠন করবে। নিয়োগ একটা প্রসেজিং এর বিষয়। নিয়োগের বিষয়িটি খবর নেয়া হচ্ছে।