জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের (কমলনগর-৫) উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার(৩রা জুলাই) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
নির্বাচন অফিস কর্মকর্তা নাজিম উদ্দীন সূত্রে জানান, জেলা পরিষদ নির্বাচনে (কমলনগর-৫) সাধারন সদস্য পদে ৩জন প্রার্থী হয়েছে। তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়েছে। এবং প্রতিক বরাদ্দ দেয়া হয়। প্রার্থী মনিরুল ইসলাম রিপু’র সহ-ধর্মীনি তানিয়া বেগম (তালা), মো.গিয়াস উদ্দীন মোল্লা (পানিরকল) এবং মো.নুর নবী চৌধুরী ভিপি (হাতি) প্রতিক বরাদ্দ পান।
প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা সাবেক জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন এবং গত নির্বাচনে প্রতিদন্ধিতা করে ০১ ভোটে মনিরুল ইসলাম রিপুর সাথে হেরে যান। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।
তানিয়া বেগম গত নির্বাচনের জয়ী হওয়া মনিরুল ইসলাম রিপুর সহ-ধর্মীনি। তিনি পূর্নরায় জয়ী হলে স্বামীর রেখে যাওয়া অসামাপ্ত কাজ শেষ করবেন।
মো.নুর নবী চৌধুরী ভিপি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সাবেক রামগতির আ স ম আব্দুর বর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন।
চলতি মাসের ১৭ তারিখ সোমবার ইভিএম এর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার-চেয়ারম্যানগণ ভোট প্রয়োগ করে জেলা পরিষদ সদস্য নির্বাচিত করবেন।
প্রসঙ্গত, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম রিপু হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুর কারণে (কমলনগর-৫) সাধারণ সদস্যের পদ শূন্য ঘোষণা করা হয়।
ভী-বাণী /আমু