কোরবানির ঈদে বিক্রি হবে “যুবরাজ”
লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘যুবরাজ’ দেখতে যেমন সুন্দর তেমনি জেদী ও বিচক্ষণ। মোটা-তাজা শাহীওয়াল জাতে গরু। নাম ‘যুবরাজ ‘। খামারী মো.দিদার হোসেন দীর্ঘ ২বছর ১০মাস যুবরাজকে লালন-পালন করেন। যুবরাজের জন্য প্রতিদিন ৭থেকে ৮শত টাকা খরচ করতে হয়। যুবরাজকে খামার থেকে বের করতে ৪থেকে ৫জন লোক প্রয়োজন হয়। যুবরাজ খুব জেদী। শখের বসে যুবরাজকে পালন করা হচ্ছে। কোরবানির জন্য যুবরাজ প্রস্তুত। যুবরাজের ওজন প্রায় ১০-১২ মন (প্রায় ৫শত কেজি)। তার উচ্চতা সাড়ে ৪ফুট, লম্বা প্রায় সাড়ে ৭ফুট, গোলাকার ৫ফুট। গায়ে-গতরে গঠন দেখার মত। যুবরাজ কোরবানির হাট কাঁপাচ্ছে।
খামারী মো.দিদার হোসেন বলেন, শখের বসে শাহীওয়াল জাতের গরুটি লালন-পালন করতেছি। দেখতে অনেক সুন্দর ও জেদী। প্রতিদিন খামার থেকে বের করতে কষ্ট হয়। শখ করে নাম দিয়েছি যুবরাজ। যুবরাজকে দেখতে অনেকেই ভীড় জমায়। কোরবানির ঈদের যুবরাজকে বিক্রি করতে চাচ্ছি। ভালো দাম পেলে বিক্রি করবো। যুবরাজকে স্বাভাবিক খাবার খাওয়াচ্ছি। গম, বুসি, খড়, কাঁচা ঘাস, ডাল, গম, ভাতের মাড় এগুলো নিত্য দিনের খাবার। যুবরাজকে হাটে নিতে হিমশিম খেতে হচ্ছে। যুবরাজকে নিজের মতো করে প্রতিদিন সাবান, শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। খামারে আরও ৪-৬টি গরু রয়েছে। যুবরাজের দাম আলোচনা করে করা হবে এবং সন্তোষজনক হলে বিক্রি করবো। দেশের যেকোন স্থান থেকে ক্রেতারা যুবরাজকে নিতে পারবেন। এছাড়াও মেঠোফোনে যোগাযোগ করতে পারবেন। তবে সরাসরি যুবরাজকে না দেখলে বুঝা যাবে না। যুবরাজ দেখতে কেমন..?
যুবরাজকে দেখতে অথবা নিতে হলে আপনাকে লক্ষ্মীপুরের কমলনগরের হাজির হাট বাজারে এসে মেঠোফোনে যোগাযোগ করতে হবে। খামারী মো.দিদার হোসেন - 01776005428
ভী-বাণী /আমু