কমলনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি : চট্রগ্রামে তারণ্যের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে কিছু দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। এতে নুসরাতের উপর অমানবিক নির্যাতন চালায়। মুখোশদারী দুর্বৃত্তরা নির্যাতন শেষে তাকে পুলিশে তুলে দেয়। পুলিশ নির্যাতনকারীদের গ্রেপ্তার না করে উল্টো নুসরাতের বিরুদ্ধে অভিযোগ তোলেন আদালতে প্রেরণ করেন। তারই প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা জাতীয়তাবাদী ছাত্র বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।
সোমবার (১৯ জুন) সকালে উপজেলার হাজির হাট বাজারে মিছিল প্রদক্ষিণ হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূইয়া, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, আল আমিন রিয়াজ, মাইন উদ্দিন তালুকদার, মো.রায়হান, হাজির হাট সরকারি উপকূল ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দাউদ, সদস্য সচিব ওসমান গনি, যুগ্ম আহবায়ক হাসানাত জামান তামিমসহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সম্পাদক এবং উপজেলা ও ইউপি সদস্যবৃন্দ।
লক্ষ্মীপুর-৪( রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থানীয় কমিটির চেয়ারম্যান এবিএম আশরাফ উদ্দীন নিজান মেঠোফোনে বলেন, চট্রগ্রামে তারণ্যের সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে কিছু মুখোশদারী দুর্বৃত্তরা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে তুলে নিয়ে রাতের অন্ধকারে নির্যাতন চালায়। এবং নির্যাতনের পর পুলিশে তুলে দেয়। পুলিশ অপরাদীদের আটক না করে উল্টো নুসরাতকে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। সারা দেশে নুসরাত নির্যাতনের জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদল বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
ভী-বাণী /আমু