কমলনগরে বোরো ধান সংগ্রহ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্য গুদামে প্রান্তিক কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা শুরু হয়েছে। সোমবার(৩০মে) বিকেলে উপজেলার হাজির হাট খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। এসময়, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, খাদ্য গুদাম কর্মকর্তা মো.মহসিন, খাদ্য গুদাম (ওসিএলএসডি) মো.শাহিন মিয়া, সংবাদ কর্মী আনোয়ার হোসেন, আমজাদ হোসেন আমু, এ আই তারেক, মো.ফয়েজসহ প্রমুখ।
ওসিএলএসডি মো.শাহিন মিয়া বলেন, ৩০মে থেকে টাকা ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ করা হবে। এবারে উপজেলায় ধান উৎপাদন কম হওয়ায় মাত্র ১৬৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ৩০টাকা করেন মনপ্রতি ১ এক ২ শত টাকা করে। প্রতি কৃষক থেকে ৩ টন করে ধান সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বোরো ধান এই অঞ্চলে কম উৎপাদন হচ্ছে। বোরো ধান উৎপাদনে প্রচুর পরিমাণ পানি ও শ্রম প্রচুর দিতে হয়। উপজেলায় কৃষকদের বোরো ধান উৎপাদনে কৃষি অফিস থেকে সব ধরণে সুবিধা দেয়া হবে। কৃষকদের মধ্যে বোরো ধান উৎপাদনে উদ্ভুদ্ধ করতে হবে।
ভী-বাণী /ডেস্ক/আমু