সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে মেডিকেল সেন্টারে অভিযান, প্রতারণার অভিযোগে ল্যাব বন্ধ করলেন স্বাস্থ্য কর্মকর্তা
কমলনগরে মেডিকেল সেন্টারে অভিযান, প্রতারণার অভিযোগে ল্যাব বন্ধ করলেন স্বাস্থ্য কর্মকর্তা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে রোগীর সাথে চিকিৎসা নামে প্রতারণার অভিযোগে সিমু রানী দাসকে পুলিশে দেয় এবং ল্যাবের কার্যক্রম বন্ধে তালা মেরে সিলগালা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আবু তাহের।
বরিবার(১৬এপ্রিল) দুপুরে উপজেলার হাজির হাট বাজারে অবস্থিত মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এমন ঘটনা ঘটে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো.রিয়াজ উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান, ল্যাবের শেয়ার হোল্ডার, মো.আল আমিন, মো.সোহাগ, মো.রিয়াজসহ সাংবাদিকগণ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আবু তাহের বলেন, বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন মানুষের সাথে চিকিৎসা নামে প্রতারণা করছে। তাদের ল্যাবে দীর্ঘ দিন টেকনিশিয়ান নেই। রোগীর পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহ্নত রিজেন্টগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এছাড়াও টেকনিশিয়ান ছাড়ায় রোগীর পরীক্ষা পত্র দেখা যায়। ল্যাবের নিবন্ধনকৃত কাগজপত্র পাওয়া যায়নি। এরা প্রতিনিয়ত সাধারণ রোগীদের সাথে প্রতারণা করছে। ল্যাবের মালিক সিমু রানী দাসকে প্রাথমিক ভাবে প্রতারণার অভিযোগে পুলিশে দেয়া হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোলাইমান বলেন, মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রতারণার অভিযোগে সিমু রানী দাস নামে ব্যক্তিকে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে থানায় আনা হয়েছে। পরে তাকে প্রাথমিক তদন্তে রোগীদের সাথে চিকিৎসা নামে প্রতারণা করবে না মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ভী-বাণী /ডেস্ক…