কমলনগরে শিক্ষকদের অবসরজনিত বিদায়
লক্ষ্মীপুর প্রতিনিধি : কর্মজীবন থেকে অবসরে যাচ্ছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজির হাট সরকারি মিল্লাত একাডেমী’র শিক্ষকরা। বুধবার (২২মার্চ) সকালে স্কুলের প্রাঙ্গণে তাদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময়, সিনিয়র শিক্ষক (গনিত) একেএম নুরুজ্জামান, (বাংলা ব্যাকরণ) রাম কৃষ্ণ দাস, (গনিত) শ্যামল চন্দ্র দাসকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রধান করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে তারা অবসর গ্রহন করেন। স্কুল শুরু থেকে অবসর পর্যন্ত কর্মরত ছিলেন তারা।
উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক খায়রুল মাসুউদ দাউদ, প্রধান শিক্ষক মো.শাখাওয়াত হোসেন, সহকারি প্রধান শিক্ষক সিরাজুল হক, সাংবাদিক এমএ মজিদ, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল, শিক্ষক মো. মাহে আলম, জায়েদা উম্মে কুলসুম, বেগম রোকেয়া, মো.মাইন উদ্দিন, মো.সাখাওয়াত হোসেন, মো.বেলাল হোসেন সবুজ, মনিকা রানি মজুমদার, মো.মোস্তফা কামাল, মো.নুরুল ইসলাম, আব্দুল মান্নান, মো.আমির হোসেনসহ প্রমুখ।
আরও ছিলেন, প্রাক্তন ছাত্র এড. এমরান হোসেন নিখিল, সালেহ উদ্দিন রাজু, মেহেদী হাসান দাউদ, মাইদুল ইসলাম কাপি, কমরুল ইসলা শুভ, গোলাপসহ প্রমুখ।
অনুষ্ঠান আয়োজন করেন, প্রাক্তন ছাত্র, হাজির হাট সরকারি উপকূল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন তুষার এবং তাদের স্কুল ব্যাচের শিক্ষার্থীরা।
ভী-বাণী /ডেস্ক/ আমু