মেঘনার ঘাস জমির দখল নিয়ে মারামারি নিহত ০১, আহত ৫
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে মো.রাসেল(১৪) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। স্থানীয় আ’লীগ নেতা মো. শাহাজালাল রাহুল, রুহুল আমিন মিনহাজ, রাকিব হোসেন, সুমনসহ ৫জনকে পুলিশ আটক করেন।
বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপি’র চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এমন ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেঘনা নদীতে জেগে উঠা চরের দখল নিয়ে দীর্ঘদিন চরবংশী গ্রামের শাহাজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলাম গ্রুফের সাথে বিরোধ চলছিল। আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দু’গ্রুফের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে কিশোর নিহত হন এবং সংর্ঘষে আরও ১২ জন আহত হন।
নিহত রাসেল স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা ও মনির হোসেন ভুট্রুর ছেলে। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
রায়পুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, দু’গ্রুফের মারামারি ও সংর্ঘষের খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের রয়েছে। ওসি সহ তিনজন পুলিশ আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ভী-বাণী /ডেস্ক/সানি