বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সারাদেশ » ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরমানকে বাঁচাতে এগিয়ে আসুন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরমানকে বাঁচাতে এগিয়ে আসুন
আমজাদ আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বাঁচতে চায় মেধাবী ছাত্র মো.আরমান হোসেন। বয়স আট বছর। সে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ষ্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। হঠাৎ এত কম বয়সে মরণব্যাধি ক্যানসারের আক্রান্ত হয় আরমান। বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারচ্ছে না। টাকার অভাবে ঔষধ কিনতে পারছে না।
আরমানের বাবা দিনমজুর মো.আলী। তার প্রতিদিনের আয়কৃত টাকায় সংসার চালাতে হিমশিম খায়। সেখানে সন্তানের চিকিৎসা দিতে পেরে উঠছে না। স্ত্রী, তিন সন্তানের সংসারে তার রোজগার খুবই সীমিত।
আরমানের বাবা আলী হোসেন বলেন, আরমার তার দ্বিতীয় সন্তান। তার ক্যান্সার রোগ হয়েছে। কোনমতে চিকিৎসা চলছে। তবে উন্নত চিকিৎসায় প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। তার চিকিৎসার জন্য অনেকের কাছে হাত পেতে চলছি। এখন তার চিকিৎসা করাতে পারছি না। সংসার চলে না, চিকিৎসা কিভাবে করাবো..? তার অসুখে পরিবারে হাহাকার চলছে। পরিবার তার চিকিৎসা চালাতে সর্বশান্ত।
স্থানীয় বাসিন্দা নোমান উদ্দিন ও মেহেদী হাসান রিপন বলেন, আরমান অত্যন্ত মেধাবী ছাত্র। তার অসুখের কথা শুনে খুবই খারাপ লাগছে।
আরমানের মা রোকেয়া বেগম বলেন, তার ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এতদিন চিকিৎসার পর কোনও ধরনের উন্নতি হচ্ছে না। পুরো চিকিৎসা করাতে অরেক টাকার দরকার। আমরা গরীব মানুষ কোথায় এত টাকা পামু। তাড়াতাড়ি চিকিৎসা করাতে পারলে রোগ বালা হওয়া যাইত।
আরমানের বাড়ি উপজেলার চরগাজি ইউপি’র চর লক্ষী গ্রামের ০৮ নম্বর ওয়ার্ড।
আরমানের পরিবার তার চিকিৎসার জন্য বিত্তবান ও প্রবাসীদের কাছে সাহায্যের অনুরোধ জানান। সাহায্য পাঠানোর ঠিকানা- আরমানের মা রোকেয়া বিকাশ নাম্বার ০১৯৬৫-০৫১২৪৭…