কমলনগর কলেজ’র নবীনদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে “কমলনগর কলেজ”একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ সূচনা করা হয়। বুধবার (০১ ফেব্রুয়ারী) সকালে কলেজ হল রুমে আলোচনা সভায় নতুনদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, কলেজ প্রভাষক আমজাদ হোসেন আমু( ব্যবস্থাপনা), মো. ফজলুল হক(আইসিটি),মো. মারুফ আহমেদ (পৌরনীতি), সুব্রত কুমার অধিকারি (সমাজ বিজ্ঞান), মফিজুল ইসলাম বিপ্লব(ইংরেজি), মহসিনা আক্তার(ইসলাম ইতিহাস), আনোয়ার হোসাইন (অর্থনীতি)। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক কলেজ ছাত্র মুকারুল হক পিংকুসহ একাদশ-দ্বাদশের শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, আগত ছাত্র-ছাত্রীদের জন্য আজ সবি নতুন পরিবেশ, শিক্ষক, কলেজ ক্যাম্পাস। এই কলেজ শিক্ষকরা তোমাদের শিক্ষা,জ্ঞান দিতে এসেছে। তোমরা নতুন আগামীর স্বপ্ন, দেশ, সমাজ, রাষ্ট্র গড়ার কারিগর। কমলনগর কলেজ উপজেলা শ্রেষ্ট কলেজ হয়েছে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি প্রজ্ঞাপনে শিক্ষক নিয়োগ পেয়েছে। শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুনত্বের ছোঁয়ায় তোমরা হবে উজ্জ্বল নক্ষত্র। কলেজের মান উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, কমলনগর কলেজ আগামীর স্বপ্ন, মানুষ ও বহু দিগন্ত গড়বে এমনটাই আশা করছি। উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্ব করেন, অধ্যক্ষ আরিফ হোসেন, সঞ্চালনা করেন প্রভাষক মহসিনা আক্তার।
ভী-বাণী /ডেস্ক/আমু