কমলনগরে যক্ষা নিয়ন্ত্রণে ব্র্যাক’র ওরিয়েন্টেশন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে টিবি (যক্ষা), ম্যালেরিয়া, এইচআইভি(এইডস্) এবং মহামারি করোনা ভাইরাস কার্যক্রমে সচেতনামূলক প্রোগ্রাম করেন ব্র্যাক এনজিও।
মঙলবার(২৪ জানুয়ারি) সকালে উপজেলা হাজিরহাট ফুডল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, টিএস মো.আবু তাহের, ইউপি চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন, জেলা মেডিকেল অফিসার, টিবি ল্যাব্রোরোসি ডা. শুভ কুমার ভৌমিক, টিএলসি(যক্ষা, কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি) ফারুক আহমেদ, হাজির হাট উপকূল সরকারি কলেজ অধ্যাপক লোকমান হোসেন, ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রদান শিক্ষক মো.ইকবাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন, প্যানেল চেয়ারম্যান (চর কালকিনি) মো.মেহেদী হাসান লিটন, সংবাদকর্মী, ডেইলি ভোরেরবাণী, দৈনিক আনন্দবাজার প্রতিনিধি, আমজাদ আমু, ইউপি সদস্য মো.ইমান আলী, হেলাল উদ্দিন, ব্র্যাক এনজিও প্রোগ্রাম অর্গানাইজার ইসমাইল হোসেনসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, যক্ষা, ম্যালেরিয়া, এইডস্ একসময় ভয়ংকর রোগ ছিল। এখন প্রযুক্তির যুগে চিকিৎসা সেবার মান পরিবর্তন, চিকিৎসার ক্ষেত্রে যন্ত্রপাতির আধুনিকায়ন। রোগ নিয়ন্ত্রণে মানুষ খুব সহজে চিকিৎসা নিতে পারছে। মানুষ সচেতন হচ্ছে। এসব রোগ হলে মানুষ আতংকে থাকত। এখন উন্নত চিকিৎসায় ভয় ও আতংক দুর হয়েছে। এসব রোগের কিছু লক্ষণ দেখা গেলে সাথে সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। পরিশেষে, ব্র্যাক এনজিওকে সচেতনতামূলক প্রোগ্রামে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থাপন করেন, ব্র্যাক এনজিও প্রোগ্রাম অফিসার মো.সাদ্দাম হোসেন।
ভী-বাণী /ডেস্ক/আমু