জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নাজির আহমদ কে করা হয়।
এরআগে,গত ৪ঠা নভেম্বর কমলনগরের তোরাবগন্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহসিনের সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজির হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মাদ্রাসা শিক্ষক, সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবুল বাসার, সাধারণ সম্পাদক মাওলানা নাজির আহমাদ, সদস্য মাওলানা শামছুল করিম, মাহমুদুল হাছান আনোয়ার, মাইন উদ্দীন, কামাল উদ্দীন, আলা উদ্দীন, হাফেজ আবুল কাশেম, এছহাক পাটোয়ারী, নুরনবী, আবদুল হাশিম, আঃ রহিম, হাফেজ আঃ বাতেন, শরিফুল ইসলাম, সফিক উল্লাহ, হাফেজ এমরান হেসেন, নিজাম উদ্দিন, মাইন উদ্দীন, আব্দুর রব। এছাড়াও অন্যরাও উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন।
ভী-বাণী /মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল