শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষক বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন অভিবাবক সদস্য ও সভাপতি প্রার্থী রাশেদুল হায়দর। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর পশ্চিম চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এসময় প্রধান শিক্ষক রেহানা জামানের বিরুদ্ধে তথ্যে গোপন রেখে সভাপতির নাম প্রস্তাবে এমন অভিযোগ উঠে।
সভাপতি প্রার্থী রাশেদুল হায়দর দাবি করেন, স্কুল ম্যানেজিং কমিটি গঠনে সভাপতি প্রার্থীকে ডিগ্রী অথবা যেকোন বিষয়ে অনার্স পাশ হতে হবে। সভাপতি প্রার্থী আমিন উল্লাহ তার প্রার্থীতার ফরমে শিক্ষাগত যোগ্যতা সনদ জমা দেয়নি। তার শিক্ষাগত যোগ্যতা সনদ গোপন রাখে স্কুল প্রধান শিক্ষক রেহানা জামান। কমিটি গঠনের পরিপত্র বহিঃভূত সভাপতির নাম ঘোষণার প্রস্তুতি নিলে তার শিক্ষাগত সনদ যাচাই করতে বলা হয়। এসময় প্রধান শিক্ষক ও নির্বাচন কমিটি বিষয়টি গুরুত্বহীন মনে করেন। এছাড়াও প্রধান শিক্ষক ও গত কমিটির সদস্যরা গোপনে নিজেদের মত অভিবাবক সদস্য নির্বাচন করেন। তারা দায়সারা বিজ্ঞাপনের অজুহাত দিয়ে কমিটি গঠনের কাজ করেন। তাদের এহেন আচারণ ও খামখেয়ালিপনায় স্কুল ছাত্র/ছাত্রীদের পড়ালেখার মান নির্ণয়ে সমস্যা হচ্ছে।
রাশেদ আরও দাবি করেন, সাবেক সভাপতি আমিন উল্লাহ শিক্ষাগত সনদ যাচাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা বরাবর কমিটি গঠনে প্রধান শিক্ষক ও নির্বাচন কমিটির বিরুদ্ধে অনিয়ম তদন্তের জন্য জোর দাবি করছি।
এদিকে মধ্য চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেখানে ফারুক মুন্সি নামে এক ব্যক্তি অভিযোগ দাখিল করেন।
প্রধান শিক্ষক রেহানা জামান বলেন, সভাপতি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদগুলো জমা দিতে বলা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগে সভাপতি যিনি হয়েছে তার শিক্ষাগত সনদ যাচাই করতে অভিযোগ দায়ের করেন। ডিগ্রি পাশ সনদ না থাকলে তিনি সভাপতি হতে পারবে না। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মে অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
ভী-বাণী/ডেস্ক