শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » সারাদেশ » জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাইফুল
জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাইফুল
নাটোর প্রতিনিধি : চলনবিলের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ” জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ” ক্যাটাগরিতে ৫ম লাইভস্টক অ্যাওয়ার্ড-২০২২ প্রদান ও “হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার অব দ্যা ইয়ার” সম্মাননায় ভূষিত হয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।
শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহম্মদ সিনেট ভবনে অনুষ্ঠিত “৫ম লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও প্রাণিসম্পদ মেলা-২০২২” অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন এলাকার ১৪ জন গুনী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার গুণিজনদের হাতে এই ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ডীন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার।
উল্লেখ্য ২০১২ সাল থেকে চলনবিলের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলস ভাবে কাজ করে চলেছেন সাইফুল ইসলাম।
ভী-বাণী /ডেস্ক/সাইফুল