মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » কমলনগরে ছাত্রলীগের সভাপতি রুবেল, সম্পাদক হারুন
কমলনগরে ছাত্রলীগের সভাপতি রুবেল, সম্পাদক হারুন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।এতে সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনকে করা হয়।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি তানজুর রহমান রুবেল, প্রিন্স মাহবুব আরাফাত, মাহবুবুল আলম শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল শামস্, আরাফাত সানি ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অনিক, সাহেদুজ্জামান নাঈমকে করা হয়।
এরআগে (০৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার দলীয় প্যাডে সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম রকি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কমলনগর উপজেলা শাখাকে সাংগঠনিক ভাবে রাজপথে শক্তিশালী করতে তরুন নেতৃত্ব দিয়ে নতুন কমিটি দেয়া হয়েছে। এই কমিটি আগামীতে রাজপথে কাজ করবে। আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটিকে পুর্নাঙ্গ করতে নির্দেশ দেয়া হয়েছে।
ভী-বাণী/ডেস্ক/আমু