শনিবার, ২৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রশাসন | সারাদেশ » আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে ওসি সোলাইমান
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে ওসি সোলাইমান
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় জনগনের সুরক্ষা নিশ্চিতকরণ, জানমালের নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মুল ও সামাজিক কার্যক্রমে নিরপরাধ মানুষের সেবায় কাজ করছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোলাইমান।
তিনি এলাকাগুলোতে বিট পুলিশিং জোরদার করছেন। পাড়া-মহল্লায় গিয়ে জনগনের সাথে মিলেমিশে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যের নির্দেশ প্রধান করেন।
তিনি সমাজ পরিবর্তনের সঙ্গে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন। প্রতিদিন সাধারণ মানুষের সাথে আইন শৃঙ্খলা রক্ষায় যোগাযোগ স্থাপন করছেন। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে মাদক নির্মুল ও সামাজিক অবক্ষয় রোধে কথা বলেন।
প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বার ও গ্রাম পুলিশগণের সাথে সভা সেমিনার করছেন। সমাজের শান্তি রক্ষায় তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে পরামর্শ প্রধান করেন।
স্থানীয় জনতার সাথে আলাপকালে তারা জানান, ওসি সোলাইমান যোগদানের পর থেকে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মুল ও সামাজিক অবক্ষয়ে কাজ করছে।সাধারণ মানুষ সরাসরি তার কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করতেছে। এখন এলাকাগুলোতে আইন বিরোধী কাজ কমে যাচ্ছে।
মুহাম্মদ সোলাইমান (ওসি) বলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো.মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের দিক-নির্দেশনা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। মাদক নির্মুল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ , সামাজিক অবক্ষয় রোধে সভা-সেমিনার করা হচ্ছে। প্রতিটি পুলিশ সদস্যেদের নির্দেশ দেয়া রয়েছে সাধারণ মানুষের সাথে মিলে-মিশে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে। প্রতিটি ইউনিয়ন, হাট-বাজার, পাড়া-মহল্লায় ভাগ করে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে নাম্বার দেয়া হয়েছে। সাধারণ মানুষ যেন সরাসরি তার সমস্যা সম্পর্কে থানায় অবগত করতে পারে এমন ধরণের কর্মরত দায়িত্বে থাকা পুলিশের নাম ও নাম্বার দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা ও নাশকতা রক্ষায় পুলিশ সর্বদায় প্রস্তুত থাকবে।
ভী-বাণী /ডেস্ক/আমু