রামগতি ও কমলনগরে বিএনপি’র কমিটি গঠন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা এবং রামগতি পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটিগুলো প্রকাশ করা হয়।
কমিটিগুলোর অনুমোদন দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান। আগামি ৩ মাসের মধ্যে কমিটিগুলোর অধীনস্ত সকল ইউনিটের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ডা. জামাল উদ্দিনকে আহবায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট রামগতি উপজেলা কমিটি এবং সাহেদ আলী পটুকে আহবায়ক ও সৈয়দ মুর্তাজা আল-আমিনকে সদস্য সচিব করে রামগতি পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে৷
গোলাম কাদেরকে আহবায়ক ও নুরুল হুদা চৌধুরীকে সদস্য সচিব ও এম দিদার হোসেনকে যুগ্ম আহবায়ক করে কমলনগর উপজেলা বিএনপির ৫৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থানীয় কমিটির চেয়ারম্যান এবিএম আশরাফ উদ্দীন নিজান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজপথের আন্দোলনকে গতিশীল করতে ত্যাগীদের মূল্যালয়ে কমিটি দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারণ্যের অহংকার, আগামীর দেশ নায়ক তারেক রহমানের দেশে আগমনে ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় নতুন কমিটি রাজপথে অগ্রণি ভূমিকা রাখবে মনে করছি। নতুন কমিটির নেতৃত্বে যারা এসেছে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।