কমলনগর কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ‘কমলনগর কলেজ’ এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) সকালে কলেজ হলরুমে দোয়া ও বিদায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, প্রধান অতিথি ও দোয়াগীর দেশবরণ্য আলেমদের শিরোমনি, ইসলামী গবেষক, শিক্ষাগড়ার কারিগর, হাজির হাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.আরিফ হোসেন, প্রভাষক, মারুফ আহমেদ, ফজলুল হক, সুব্রত কুমার অধিকারি, মোহসেনা আক্তার, শিমুল সাহা, মফিজুল ইসলাম বিপ্লব, আনোয়ার হোসাইন, কলেজ শিক্ষার্থী, মুনকারুল হক পিংকু, স্বপ্না আক্তার। কোরআন তেলওয়াত করেন, নাজমা আক্তার।
কলেজ সভাপতি হাজ্বি মনির আহমেদের সভাপতিত্বে সঞ্চালনা করেন, প্রভাষক আমজাদ হোসেন আমু।
অনুষ্ঠানে প্রধান বক্তা জায়েদ হোসাইন আল ফারুকী বলেন, কমলনগর কলেজ উপজেলার নামে প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজ থেকে যারা পাশ করে বের হচ্ছে তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। শিক্ষা অর্জন বড় ব্যাপার। কমলনগর কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এটা জাতিকে শিক্ষিত করতে ভূমিকা রাখবে। কলেজ প্রতিষ্ঠাতা ও শিক্ষক, শিক্ষার্থীদের মঙল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।
আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষার আরম্ভ হবে। কমলনগরে হাজিরহাট উপকূল সরকারি কলেজ, কমলনগর কলেজ, ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, তোয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরীক্ষায় অংশগ্রহন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়। অনুষ্ঠান শেষে, পরীক্ষার্থীরা অতিথি ও শিক্ষকদের হাতে পুরষ্কার তুলে দেন।