শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সারাদেশ » ধর্ষণের অভিযোগে বান্দরবানে চৌকিদার অংক্যসিং মার্মা আটক
ধর্ষণের অভিযোগে বান্দরবানে চৌকিদার অংক্যসিং মার্মা আটক
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা সদর ইউনিয়নের চৌকিদার অংক্যসিং মার্মা (৩৭) নারী ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন। এঘটনায় রুমা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পাড়াবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুরে রুমাচড় উপর পাড়া জনৈক খামারে কাজ করার সময় একই পাড়ার বাসিন্দা অংক্যসিং মারমা বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে। তবে ঘটনার ২১ দিন পর ভুক্তভোগী রুমা থানায় অভিযোগ দাখিল করেন।
বৃহস্পতিবার (১সেপ্টেম্বল) বিকালে রুমা থানায় অভিযোগ দাখিল করেন।
ভূক্তভোগী ও তাঁর আত্মীয় স্বজনরা জানান গত ১২আগষ্ট দুপুরে রুমাচড় নিজ পাড়ায় অংশৈপ্রু মার্মা খামারে কাজ করার সময় ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন কৌশল ও প্রলোভন দেখিয়ে খামার পাশের সেগুন বাগানে ডেকে নিয়ে যায় অভিযুক্ত অংক্যসিং মারমা। তখন ওই নারী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে বলে জানায়। অভিযুক্ত ধর্ষক অংক্যসিং মারমা পেশায় রুমা সদর ইউনিয়নের বেতনভাতা ভোগী চৌকিদার হিসেবে কাজ করেন।
উল্লেখ্য, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত ধর্ষক দুইজনের বাড়ি রুমাচড় পাড়াবাসিন্দা এবং উভয়ে বিবাহিত আলাদা সংসারে সন্তানও রযেছে।
পরে এ অভিযোগে রুমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত অংক্যসিংমার্মা( ৩৭) আটক করে রুমা থানায় নিয়ে আসেন। আটকের পিতার নাম প্রুথোইঅং মার্মা।
শৈহ্লাচিং মারমা /ডেস্ক/ভী-বাণী