বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » রাজনীতি » নেতা-কর্মীদের ঐক্যবন্ধ থাকতে আহবান করেন সাবেক সংসদ আশরাফ উদ্দীন নিজান
নেতা-কর্মীদের ঐক্যবন্ধ থাকতে আহবান করেন সাবেক সংসদ আশরাফ উদ্দীন নিজান
রাজনীতি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতা-কর্মীদের ঐক্যবন্ধ থাকতে আহবান জানিয়েছে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দীন নিজান। তিনি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয়ে স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দু’বারের সাবেক সংসদ।
এবিএম আশরাফ উদ্দীন নিজান বলেন, ১৯৭৮ সালে ১ লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাগদল থেকে জাতীয়তাবাদী শক্তির ধারক হিসেবে বিএনপি গঠন করেন। তৎকালীন সময়ে দেশকে অগণতান্ত্রিক অপশক্তির হাত থেকে রক্ষা, দেশের মানুষকে সঠিক গনতন্ত্র চর্চায় প্রতিষ্ঠিত করতে বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন।
বর্তমানে দেশে অপরাজনীতির হাতিয়ার হিসেবে স্বৈরাচার সরকার একদলীয় শাসন কায়েম করছে। গনতন্ত্রের মা, দেশ, মা, মাটি ও মানুষের মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। মিথ্যে মামলার কারণে তারণ্যের অহংকার তারেক রহমান দেশের বাহিরে, মামলা-হামলায় দেশের জনগন নির্যাতিত, নিপীড়িত। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। দেশের একনায়কতন্ত্র চলছে। রাজপথে সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শত পরিবার নির্যাতিত। গুম, খুন, হত্যা এবং রাহাজানিতে জর্জরিত জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা।
দেশের ক্রান্তি কালে দলীয় নেতা-কর্মীদের আন্দোলন মুখি প্রস্তুতি নিতে এক এবং ঐক্যবন্ধ থাকতে হবে।
পরিশেষে, দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
ভী-বাণী/ডেস্ক/এএইচএ