জলোচ্ছ্বাসে উপকূলীয় পরিবারে খাদ্য বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার উপকূলে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পানিবন্ধি পরিবারের শিশুদের মানসিক বিকাশে শিশু খাদ্য, গবাদিপশু পালনকারীদের মধ্যে গো-খাদ্য, ও জলোচ্ছ্বাস প্লাবিত এক হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। সোমবার(২২ আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ এগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) ফেরদৌস আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমদ বাপ্পি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (পিআইও অফিস) আবুল বাসার নয়ন, ইউপি চেয়ারম্যান, নুরুল আমিন মাষ্টার, মো.নিজাম উদ্দিন, এড.নুরুল আমিন রাজু, মোশারফ হোসেন বাঘা, মো.ইউছুফ আলী মিয়াসহ প্রমুখ।
মেঘনার অতিরিক্ত জলোচ্ছ্বাসে উপকূলীয় পাটোয়ারী হাট, চর ফলকন, সাহেবের হাট, চর কালকিনি, চর মার্টিন ইউনিয়নের এক হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার, শিশু খাদ্য ১৫০, গো-খাদ্য ৩১ প্যাকেট বিতরণ করা হয়। গুচ্ছ গ্রামের জলোচ্ছ্বাস প্লাবিত শিশু পরিবারগুলোর মধ্যে শিশু খাদ্য, দুধ, নুডুস, সুজি আটা, চিনির প্যাকেট বিতরণ করা হয়।
ভী-বাণী /ডেস্ক/আমু