শুক্রবার, ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » বিবিধ » তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।
বৃহস্পতিবার(৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারে স্থানীয় একটি অফিসে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল বলেন, সরকারের দেয়া ১০ কেজি ভিজিএফ চালের টোকেন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ এর এক কর্মচারির সাথে তার হাতাহাতি হয়। পরে আব্দুল ওয়াহেদ এসে কোন কিছু না বুঝে তাকে গালমন্দ ও মারধর করেন। বিষয়টি শুনে তার ছেলে আরাফাত ও দুলাল এগিয়ে এলে তাদেরকেও ওয়াহেদ মারধর করেন। গত বুধবার হাজিরহাট বাজারের পশ্চিমে এমন ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার মারধর ও গালমন্দের সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযুক্ত আবদুল ওয়াহেদ চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভুক্তভোগী দুলাল ওই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের বাসিন্দা। তবে আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রকৃতপক্ষে একটি মোবাইল চুরির ঘটনা।
তিনি আরও বলেন, আমার রাইস মিলের কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা জানতে চাইলে দুলাল ও তার ছেলেদের সাথে হাতাহাতি হয়েছে। তার সাথে চালের টোকেনের কোন ঘটনা ঘটেনি। তারা মানসম্মান নষ্ট করতে আমার বিরুদ্ধে মিথ্যে বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
এঘটনায় কমলনগর থানার ওসি মোঃ সোলাইমান জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
ভী-বাণী /ডেস্ক/এএইচএ