কমলনগরে ছাত্রলীগ কর্মীকে মারধর করার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মো. এমরান হোসেন (২১) নামে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে মারধর করার অভিযোগ উঠে। তিনি উপজেলার হাজির হাট ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানান। গত সোমবার(১৩ জুন) রাতে উপজেলার চর জাঙ্গালিয়া মারকাজুল উলুম মাদ্রাসার পূর্বে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
মঙলবার (১৪ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী দু’জনকে আসামী করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন, ১. মো.হ্নদয় ( ২৫)পিতা, আবদুল মালেক ২. মো.রোনাজ (২৩)পিতা জাহাঙ্গীর আলম। এরা চর জাঙ্গালিয়ার ০৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দা। এছাড়াও আরও অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করা হয়।
বাদী মো.এমরান এজাহারে লিখেন, গত সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার হাজির হাট বাজারে বিএনপি-জামাত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে তর্কবিতর্ক শুরু হয়। তখন মিছিলের শ্লোগান দেয় তিনি। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হওয়ায় দলের মিছিলে শ্লোগান দেয়। আসামীগণ জামাত-শিবিরের সক্রিয় কর্মীর কারণে দীর্ঘদিনের ক্ষিপ্ততায় রাতে বাড়ি যাওয়ার পথে দেশীয় অস্ত্রসন্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি মারাত্মক জখম হয়। একপর্যায়ে মৃতভেবে চলে যান তারা। পরোক্ষণে তার চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদিন রয়েছে বলে জানান।
থানা উপ-পরিদর্শক মো. সফিকুল ইসলাম বলেন, মারামারি বিষয়ে অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভী-বাণী /ডেস্ক /এএইচএ