রবিবার, ৫ জুন ২০২২
প্রথম পাতা » বিবিধ » অভিযানে সিলগালা তোয়াক্কা না করে চলছে যেসব ডায়াগনস্টিক সেন্টার
অভিযানে সিলগালা তোয়াক্কা না করে চলছে যেসব ডায়াগনস্টিক সেন্টার
লক্ষ্মীপুর প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তর কতৃক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সুপারভিশন ও মনিটরিং করতে নির্দেশনা প্রদান করা হয়। এতে গত ২৫ মে তারিখের নির্দেশনা মোতাবেক আগামী ৭২ ঘন্টার মধ্যে এগুলো বন্ধ করতে বলা হয়। এতে নিবন্ধন নবায়ন করতে সময়সীমা দিয়ে চালু থাকলেও আবেদন দ্রুত করণ এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগরে অভিযান পরিচালনা করে কিছু ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। সিলগালাকৃত সেন্টার গুলো নিজস্ব ক্ষমতায় ও দাপড়ে পূর্নরায় চালু রাখার অভিযোগ উঠে।
তবে নিবন্ধন নবায়নে সময়সীমা নির্ধারণে ডায়াগনস্টিক সেন্টার গুলো চালু থাকতে পারে। এদিকে আবেদন দ্রুত করণে ডায়াগনস্টিক সেন্টার গুলো সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু সরেজমিনে দেখা যায় বিভিন্ন অজুহাতে অবেদনকৃত অবৈধ সেন্টারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে চলছে। তাদের কোন নিয়মে বন্ধ করা যাচ্ছে না।
বিভিন্নভাবে জানা যায়, নিবন্ধন নবায়ন ছাড়ায় ল্যাব মালিকগণ তাদের রমরমা বানিজ্য পরিচালনা করছে। যারা নিবন্ধন করণে আবেদন করেছে তারাও নিজস্ব ক্ষমতায় দাঁপড় দেখিয়ে প্রতিষ্ঠান চালু রেখেছে।
অভিযান পরিচালনা করে নিউ উপকূল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামীয়া ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মেঘনা মেডিকেল সেন্টার, লাইফ লাইন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিলগালা করা হয়। কিন্তু পরোক্ষভাবে সিলগালা তোয়াক্কা না করে ভিন্ন কায়দায় ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ উঠে। কোন নিয়ম বৈধতার তোয়াক্কা নেই।তাদের খেয়ালিপনায় চলছে প্রতিষ্ঠানগুলো।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার হাজির হাট বাজারে বিসমিল্লাহ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ হালনাগাদ কাগজ পত্র পাওয়া যায়। এছাড়া সবগুলো চালুকৃত ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজ পত্র পাওয়া যায়নি।
সূত্রে আরও জানা যায়, হালনাগাদ বৈধ কাগজ পত্র ছাড়ায় উপকূল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দেশ মা মাটি ডায়াগনস্টিক সেন্টার, কমলনগর ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মা ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দেশ বাংলা মেডিকেল সেন্টার, মর্ডান মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার চলছে।
অন্যদিকে, শুধু আবেদনের প্রেক্ষিতে লাইফ লাইন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামীয়া ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ উপকূল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাজির হাট ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হায়াত মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চর বসু ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার তাদের ব্যবসা পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অভিযানের ভিত্তিতে কাগজ পত্র নেই প্রতিষ্ঠানগুলো যাচাই করে বন্ধ ঘোষণা করা হচ্ছে। অভিযান চলমান থাকবে। এছাড়াও নিবন্ধন নবায়ন কিছু সময়সীমা দেয়া হয়েছে। আবেদনকৃত মালিকদের প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে। নিবন্ধন পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান চালু করতে পারবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
ভী-বাণী /রিয়াজ