কমলনগর আ’লীগ : ধোঁয়াশায় কাউন্সিলরা, ভোট নাকি সমঝোতা..!
লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চলছে ত্রি-বার্ষিক সম্মেলন। এতে চলছে নানামুখি গুঞ্জন। নেতৃত্বে কি কাউন্সিলরদের ভোটে হবে নাকি সমঝোতা..? ধোঁয়াশায় কাউন্সিলরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ত্রি-বার্ষিক সম্মেলন।মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে সম্মেলন স্থল। উপস্থিত থাকবে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, চট্রগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরি নয়ন এমপি, উপ-সম্পাদক আব্দুজ্জাহের সাজুসহ প্রমুখ।
কাউন্সিলরদের সাথে আলাপকালে তারা জানান, সম্মেলনে কাউন্সিলরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে। এতে সাধারণ আওয়ামী কর্মী ও কাউন্সিলরদের মধ্যে প্রচার-প্রচারণা চলছে। কাউন্সিলরা চাচ্ছে নতুন নেতৃত্ব। তারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে। তারা পদের পরিবর্তন চায়। তবে তাদের মধ্যে ধোঁয়াশা কাজ করছে, তাদের ভোট বাদ দিয়ে সমঝোতার মাধ্যমে কমিটি হলে নেতৃত্ব শূন্য হবে। তাই তারা চাচ্ছে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করতে।
নতুন নেতৃত্বের জন্য মরিয়া হয়ে উঠেছে সভাপতি-সম্পাদক প্রার্থীরা। তাদের দাবি নেতৃত্ব হতে হবে বিকশিত ও কর্মীবান্ধব। দীর্ঘ বছর ধরে নেই নেতা নির্বাচনে কোন প্রক্রিয়া। চলছে নানামুখি গুঞ্জন। বর্তমান সভাপতি নুরুল আমিন মাষ্টার ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজুর নেতৃত্বে চলছে ৯ বছর স্থানীয় রাজনীতি। তাদের সমঝোতার ভিত্তিতে হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি। মাঝেমধ্যে বির্তকের সৃষ্টি হয়েছে ব্যাপক। আলোচনা -সমালোচনায় চলছে তাদের বিভিন্ন পকেট কমিটি। তাই কাউন্সিলরদের মাঝে ক্ষোভের বহি:প্রকাশ দেখা গেছে। বলছে মিশ্র প্রতিক্রিয়া।
প্রার্থীদের মধ্যে আলোচনা হচ্ছে, ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে অথচ এখনও কাউন্সিলরদের নাম প্রকাশ করা হয়নি। কতজন কাউন্সিলর হবে। কারা হচ্ছে কাউন্সিলর। যারা প্রার্থী হয়েছে তারা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছে।
দীর্ঘ ৯ বছর পর আওয়ামী লীগের উপজেলা সম্মেলন হচ্ছে আজ ১২ মে। এদিকে পুরো উপজেলার আনাছে-কানাছে, গাছের ডালে, হাট-বাজারে প্রার্থীদের ব্যানার, পেস্টুন, পলে-কার্ড, পোষ্টারে ছেড়ে গেছে। ফাঁকা নেই একটু জায়গাও। চলছে হাট -বাজারে, পাড়া-মহল্লায় নানামুখি গুঞ্জন। কে হতে পারে.. উপজেলা আওয়ামী লীগের আগামীর কান্ডারি…?
সভাপতি পদে প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মো.নিজাম উদ্দিন, বর্তমান সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, হাজ্বি মনিরুল হক। এদিকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমদ বাপ্পির নামও শুনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী বর্তমান সম্পাদক এড.নুরুল আমিন রাজু, সাবেক এমপি সিরাজুল ইসলামের পুত্র ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম দোলন, সাবেক যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ,আহসান উল্লাহ হিরণ, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব। অন্যদিকে আলোচনায় রয়েছে সাবেক পাটোয়ারী হাট ইউপি চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর।
আমু/ডেস্ক/ভী-বাণী