কমলনগরে আ’লীগের সভাপতি পদে আলোচনায় মো. নিজাম উদ্দিন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ব্যাপক সাড়া পেলেছেন মো.নিজাম উদ্দিন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে দু’বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
আগামীর সম্মেলনে কাউন্সিলরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে।এতে সাধারণ আওয়ামী কর্মী ও কাউন্সিলরদের মধ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কাউন্সিলরা পদের পরিবর্তন চাচ্ছে বলে অনেকে ধারণা করছে।
দীর্ঘ ৯ বছর পর আওয়ামী লীগের উপজেলা সম্মেলন হচ্ছে আগামীকাল ১২ মে। এদিকে পুরো উপজেলার আনাছে-কানাছে, গাছের ডালে, হাট-বাজারে প্রার্থীদের ব্যানার, পেস্টুন, পলে-কার্ড, পোষ্টারে ছেড়ে গেছে। ফাঁকা নেই একটু জায়গাও। চলছে হাট -বাজারে, পাড়া-মহল্লায় নানা মুখি গুঞ্জন। কে হতে পারে.. উপজেলা আওয়ামী লীগের আগামীর কান্ডারি…?
সভাপতি পদে প্রার্থী বর্তমান সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, হাজ্বি মনিরুল হক। এদিকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমদ বাপ্পির নামও শুনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী বর্তমান সম্পাদক এড.নুরুল আমিন রাজু, সাবেক এমপি সিরাজুল ইসলামের পুত্র ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম দোলন, সাবেক যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ,আহসান উল্লাহ হিরণ, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব। অন্যদিকে আলোচনায় রয়েছে সাবেক পাটোয়ারী হাট ইউপি চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর।
এবার সম্মেলনে ভোটার বা কাউন্সিলর হবেন, প্রতিটি ইউনিয়নে ৩১ জন করে প্রায় ২৭৯, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের কমিটির ৫৭ জন সদস্য। তবে কাউন্সিলর তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আলোচনা-সমালোচনা চলছে বলে জানা যায়।
আমু/ডেস্ক/ভী-বাণী