সোমবার, ২ মে ২০২২
প্রথম পাতা » বিবিধ » ঈদের আনন্দ ভাগাভাগি করতে নেতা-কর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণে সাজু
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নেতা-কর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণে সাজু
লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ’ খুশি আর আনন্দ ভাগাভাগি করতে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলায় নেতা-কর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণে করেন কেন্দ্রীয় নেতা আবদুজ্জাহের সাজু। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছে।
সাজু বলেন, রামগতি-কমলনগর উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেছি। তাদের সাথে প্রান খুলে হাসি আনন্দ ও ঈদ উৎসব উৎযাপন করছি৷ মুসলিম উম্মাহ’র খুশি ও আনন্দের দিন ঈদুল ফিতর। এই দিনের ধনী-গরিব, দিনমজুর -কৃষক সবাই এক সাথে ঈদের নামাজ আদায় করে কোলাকুলি করবে। সবাই যেন এক কাতারে শামিল হবে। ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ উৎসব উৎযাপন করবে।
সাজু আরও বলেন, ঈদের আনন্দের মেতে উঠছে রামগতি-কমলনগরের সাড়ে সাত লক্ষ মানুষ। মেঘনার ভাঙনে দিশেহারা হলেও এই দিনের সবাই দু:খ, কষ্ট ভাগাভাগি করে নিচ্ছে। সবাই বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবো, এমন প্রত্যাশা করছি।
প্রিয় এলাকাবাসি, আপনারা জানেন,
মেঘনার ভাঙন রোধে জননেত্রী শেখ হাসিনা প্রায় ৩১ শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু কাজের স্থিরতা বিদ্যমান থাকায় দ্রুত কাজ করতে জোর তদবির করছে সংসদ সদস্য মেজর(অব:) আবদুল মান্নান। প্রানী সম্পদ মন্ত্রনালয়ে আমি বারবার গিয়ে কাজের খোঁজ-খবর নিচ্ছি। যত দিন কাজ না হবে ততদিন আমি নদী ভাঙা মানুষের সাথে বসবাস করবো।
পরিশেষে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সেই দোয়া করছি। সবার শু-স্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক…
ধন্যবান্তে-
আব্দুজ্জাহের সাজু
যুব ও ক্রিয়া বিষযক সহ-সম্পাদক,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি