কমলনগরে ‘সমাজকল্যাণ পাঠাগার’র ইফতার ও দোয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ‘হিলফুল ফুজুল সমাজকল্যাণ পাঠাগার’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ এপ্রিল) বিকেলে উপজেলার চর কাদিরা’র বাদামতলির পশ্চিম চর বসু এলাকায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময়,এমএম আখতার মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইব্রাহিম বাবুল মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, আয়ান ওভারসীজ এর চেয়ারম্যান ও সমাজ সেবক মীর শিব্বির আহমেদ, অধ্যক্ষ আব্দুস শহিদ, মাওলানা মো. ফিরোজ আলম, রাজনীতিবিধ সোহেল বাঙালি ও বোরহান পাটোয়ারী।
আরও উপস্থিত ছিলেন, পাঠাগারের বিভিন্ন পর্যায়ে ডাঃ আক্তারজ্জামান, জাহিদ মাহমুদ রাশেদ, ফিরোজ আলম, আঃ মোতালেব, মোক্তার হোসেন, আল আমিন, ইয়াছিনসহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মো. আল আমিন।
এসময় বক্তরা, তরুন যুব সমাজকে আলোকিত করতে সামাজিক কাজ করতে উৎসাহ প্রদান করেন। সমাজে নারী নির্যাতন, যৌতুকপ্রথা রোধ, বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষার হার বৃদ্ধি, সমাজের ন্যায় নীতি বজায় রেখে চর বসু এলাকায় উন্নয়নের মডেল করতে আহবান করেন। পরিশেষে, মোনাজাত শেষে ইফতার করা হয়।
আমু/ডেস্ক