কমলনগরে বাড়ি থেকে সরকারি চাল আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেখার বাপের বাড়ি থেকে রিকশা ভর্তি ৭ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার করা হয়েছে। এতে ১০ কেজির টোকেনে ২৬ জনের চাল রয়েছে বলে জানান।
মঙ্গলবার (২৬) এপ্রিল সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউপি’র ট্যাগ অফিসার মোর্শেদ আলম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ চাল আটক করেন। এ সময় চেয়ারম্যান ইউসুফ আলী মিয়াও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, স্থানীয় ফল বিক্রেতা নুর হোসেন চরমার্টিন ভোট অফিস নিকটবর্তী রেখার বাপের বাড়ি থেকে রিকশা ভর্তি (তিন বার)চাল কোথাও নিয়ে যাচ্ছিলেন। পরে সন্দেহ হলে বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে জানালে তিনি এসে রিকশা ভর্তি অবস্থায় ৭ বস্তা চাল দেখতে পান। পরে চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ও ট্যাগ অফিসার মোর্শেদ আলমকে জানান। চেয়ারম্যান ও ট্যাগ অফিসার ঘটনাস্থলে ছুটে গিয়ে চালগুলো জব্দ করেন। পরে জব্দকৃত চালগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন তারা। তবে এরই মধ্যে অভিযুক্ত নুর হোসেন কেটে পড়েন। তারা আরও জানান, নুর হোসেন ছোট ছোট বাচ্চা দিয়ে চাল সংগ্রহ করেন। এভাবে গত মঙলবারও ৫ রিকসা নিয়েছে। তার কাছে টোকেন চাইলে চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া ভাই’র কথা বলেন নুর হোসেন।
চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, নুর হোসেন এর আগেও কয়েক ধাপে চাল পাচার করেছে। লোকজন আমাকে জানিয়েছে। আজকে গিয়ে হাতে-নাতে ধরেছি। তিনি বলেন নুর হোসেনকে জিজ্ঞাসা করার পর সে চেয়ারম্যানের হয়ে চাল সংগ্রহ করেছে বলে জানিয়েছে।
অভিযুক্ত নুর হোসেন জানান, আমি টোকেন জমা দিয়ে চাল সংগ্রহ করে বস্তায় ভরে রেখেছি, পরে লোকজনের মাঝে বিতরণ করবো।
চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ কালে স্থানীয় নুর হোসেন টোকেন দিয়ে ১০ কেজি করে চাল সংগ্রহ করেছে। সে কার মাধ্যমে এতো টোকন পেয়েছে বা চাল সংগ্রহ করেছে জানা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চালগুলো জব্দ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবী নুর হোসেন চেয়ারম্যানের লোক, নুর হোসেনকে আইনের আওতায় আনা হলে আসল রহস্য বেরিয়ে আসবে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রেখার বাপের বাড়ির একাধিক নারী বলেন মঙ্গলবার সকালে নুর হোসেন চালগুলো এনে তাদের গোয়াল ঘরে রেখে গিয়েছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউপির ট্যাগ অফিসার মোর্শেদ আলম বলেন, নিয়ম মাফিক চাল বিতরণ করা হয়েছে। নুর হোসেন টোকেনের মাধ্যমে পরিষদ থেকে চাল সংগ্রহ করেছে। তবে একসাথে এতোগুলা চাল তার সংগ্রহে থাকা বেআইনি। আমি রিকশা সহ চালগুলো জব্দ করেছি। বিধি মোতাবেক চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে মামলা করার পরামর্শ দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান জানান, ট্যাগ অফিসারকে সাথে নিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।