‘সময়ের বাতিঘর’ সংগঠনের কমিটি গঠন
লক্ষ্মীপুর প্রতিনিধি : নিরক্ষর, দ্রারিদ্র, মাদকমুক্ত ও পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দুরীকরণ এবং দূর্নীতিমুক্ত সমাজ গঠনে ‘সময়ের বাতিঘর’ নামক সামাজিক সংগঠনের সূচনা হয়েছে।
এতে সভাপতি দেলোয়ার হোসেন রিপন ও সোয়াইব হোসাইন সোহাগকে সাধারণ সম্পাদক করে ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এখানে সামাজিক কাজে স্বেচ্ছায় রক্তদান, সমাজের অসহায় শিশুদের লেখা-পড়ায় উৎসদান, নারীদের সামাজিক মর্যাদাবৃদ্ধি, নারী নির্যাতন রোধ, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা বন্ধকরণ, সমাজের অসহায়দের পাশে থাকাসহ যাবতীয় কাজ পরিচালনায় এই সংগঠনের মূখ্য ভূমিকা রাখা।
সামাজিক সংগঠনটি লক্ষ্মীপুরের কমলনগরের হলেও এর কার্যক্রম পরিচালিত হবে এলাকা ভিত্তিক পাড়া-মহল্লা ও দেশের বিভিন্ন আঙ্গিনায়।
সভাপতি দেলোয়ার হোসেন রিপন জানান, কমলনগর উপজেলায় মেধাবী ছাত্রদের নিয়ে সামাজিক সংগঠন ‘সময়ের বাতিঘর’ পরিচালিত হচ্ছে। এখানে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের দিয়ে কমিটি বা ইউনিট গঠন করা হয়। আগামীর যুব সমাজ নিয়ে ভালো কিছু করার প্রত্যয়ে বদ্ধপরিকর হচ্ছে সংগঠনের প্রতিটি সদস্য।
পূর্নাঙ্গ কমিটি সভাপতি -সম্পাদকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে পাওয়া যাচ্ছে..।
ভী-বাণী /ডেস্ক/আমু