দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক দিয়ে নির্বাচন হবে- শামীম
লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন হবে। কোন আউয়াল কমিশন দিয়ে নয়। তিনি লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজানের বাস ভবনে বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন।
এসময় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহবায়ক শহীদ চৌধুরী বলেন, সরকার কোন আউয়াল কমিশন বা অন্য কোন কারিশমায় নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে পারবে না। এবার আন্দোলনের মাধ্যমে রাজপথে মোকাবেলা হবে হুশিয়ারি দেন আওয়ামী লীগের নেতাদের।
এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সাবেক লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর উপজেলার সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দীন নিজান বলেন, সবাইকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে। তারন্যের অহংকার আগামীর রাষ্টনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই। সবাইকে ঐক্য মতে থাকার আহবান জানান তিনি।
৫ মার্চ শনিবার সারাদিন উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহবুদ্দিন সাবু, জেলা বিএনপি’র যুগ্ম–আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিবসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময়, আন্দোলন সংগ্রামে ও অসুস্থতা জনিত কারণে যারা মৃত্যু বরণ করেন তাদের জন্য দোয়া ও মোনাজান করেন সাবেক সংসদ আশরাফ উদ্দীন নিজান।
ভী-বাণী/ডেস্ক/আমু