শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Bhorer Bani
মঙ্গলবার, ১ মার্চ ২০২২
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » কমলনগরে আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত মোতালেব-ওয়াহেদ পরিবার
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » কমলনগরে আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত মোতালেব-ওয়াহেদ পরিবার
১০৭০ বার পঠিত
মঙ্গলবার, ১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত মোতালেব-ওয়াহেদ পরিবার

---

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত ও নির্যাতিত পরিবার চর ফলকনের মরহুম আব্দুল মোতালেব ও আব্দুল ওয়াহেদ পরিবার। দীর্ঘ দু’যুগেরও বেশি সময় ধরে এ পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে নির্যাতিত ও নিপীড়িত। এই পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে রাজপথে আন্দোলন -সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। সরকার বিরোধী আন্দোলন দমনে গিয়ে রাজপথে নির্যাতনসহ অর্থনৈতিক অসহায়ত্বের শিকার হন। সরকার বিরোধী নির্যাতনে তার পরিবারে মরহুম আব্দুল মোতালেব, মো.দিদার হোসেন আহাদ ও আব্দুল ওয়াহেদ হামলা-মামলার শিকার হন।

আব্দুল ওয়াহেদ জানান, তার বাবা ২০০১ সাল থেকে বৃহত্তর রামগতি উপজেলার চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পরে কমলনগর উপজেলা একই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি-জামায়াত জোটের আন্দোলন-সংগ্রামের নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে অর্থযোগান দাতা ছিলেন। সরকার বিরোধী আন্দোলনে হামলার কারণে ব্যবসা-বানিজ্য ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েন। এবং দীর্ঘদিন অসুস্থ থেকে ২০১৪ মৃত্যু বরণ করেন।

তিনি আক্ষেপ করে বলেন, তার বাবা মরহুম মোতালেব মিয়া আওয়ামী লীগের রাজনীতিতে এতো অগ্রণি ভূমিকা পালন ও হামলা-মামলা, দলের দু:সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম, অর্থযোগান দেয়.। কিন্তু মৃত্যুর পর দল কোন স্মরণ সভা বা দলীয় ভাবে খোঁজ-খবর রাখেননি। এছাড়াও এই পরিবার থেকে তাদের দলীয় কোন পদ-পদবী বা দায়িত্বের রাখা হয়নি। যা সত্যি - এই পরিবারের প্রতি অন্যায় করা হয়েছে। তারপরও বঙ্গবন্ধুর আর্দশে দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্ন পালনে দল করছি। যতদিন বেঁচে থাকবো এই প্রিয় দলটি করে যাবো…ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, তিনি ২০০৩ সালে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির মামলায় কারা বরণ করেন। ২০০৭-০৮ সালে তত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেন। প্রিয় দল আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১২-১৩ সালে বিএনপি-জামায়াত জোটের আগ্রাসী আন্দোলন দমন করতে রাজপথে মিছিল-মিটিং এ সংক্রিয় ভূমিকা পালন করেন। হঠাৎ বিএনপি-জামায়াতের প্রকাশ্য তান্ডবে তাদের পারিবারিক ব্যবসা, নিজস্ব মালবাহী দুটি ট্রাকে আগুন, দোকান পাট ও বাড়ি-ঘর ভাঙচুরসহ কোটি টাকার অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সাধন হন। এছাড়াও সরকার বিরোধী মিছিলে প্রকাশ্য ভূমিকা পালনে রাজপথে ভয়াবহ নির্যাতন করেন বিএনপি-জামায়াত। তাকে প্রকাশ্য হত্যার চেষ্টায় মারধর করা হয়। তাদের প্রকাশ্য নির্যাতনে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। যা ছিল তৎকালীন আওয়ামী রাজনীতির মূল আলোচনার কেন্দ্র।

তিনি আরও জানান, তার ছোট ভাই মো.দিদার হোসেন আহাদ ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক। তাকে রাজপথে সরকার দলীয় আন্দোলনে বাধাঁ দেয়ার কারণে রাতের আধারে তুলে নিয়ে দু’পায়ের রগগুলো কেঁটে দেয়। বিএনপি-জামায়াত ক্যাডারদের পাশবিক নির্যাতনে তার পরিবারের কেউ রক্ষা পায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে লক্ষ্মীপুর জেলার নির্যাতিত পরিবার গুলোর মধ্যে অন্যতম মরহুম আব্দুল মোতালেব ও ওয়াহেদ পরিবার।

আব্দুল ওয়াহেদ, ১৯৯৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের হাজিরহাট মিল্লাত একাডেমী সভাপতি, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ প্রত্যাশী হিসেবে সবার দোয়া কামনা করেন।

ভী-বাণী / ডেস্ক



আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা