বৃদ্ধাকে সরকারি ঘর উপহার দিলেন ইউএনও
লক্ষ্মীপুর প্রতিনিধি : মানবিকতার ছোঁয়ায় মানবেতর জীবনের পরি সমাপ্তি ঘটালেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিজয়। তিনি বয়:বৃদ্ধা নদী পাড়ে আশ্রয় নেয়া জহুরা বেগমকে সরকারি ঘর উপহার দেন।
মেঘনার ভাঙনে বারবার কবলিত জহুরা বেগম৷ অন্যের জমিতে ঝুপড়ি ঘর তুলে মানবেতর জীবন-যাপন করছেন। তরুন লেখক ও সমাজকর্মী জুনাইদ আল হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে উপজেলা প্রশাসনের নজরে আসে।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সামাজিকতা যোগাযোগ ফেইসবুক প্রচারে মাধ্যমে জানতে পারি নদী ভাঙনে কবলিত জহুরা বেগমের কোন থাকার বা বসবাস করার জায়গা নেই। তখন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়া হয়।
রোববার(৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর লরেন্স উঁচু দিঘিপাড় আশ্রয়ণ কেন্দ্রে উপকারভোগী বৃদ্ধার মাঝে একটি ঘর হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. কামরুজ্জামান, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) পুদম পুষ্প চাকমা, সাংবাদিক জুনাইদ আল হাবিব, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা, মো. ফজলুল কাদের চৌধুরী, মাহে আলম শামীম, মাহবুব আলম, তারেক আজিজ প্রমুখ।
বৃদ্ধা জহুরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, তিনি সরকারি ঘর পেয়ে খুবই খুশি। নদীতে দুই বার বাড়ি ভেঙেছে। তিনি ভিক্ষা করি জীবন চালায় । উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।