বাজার নির্বাচনে দুই প্রতিকের লড়াই
লক্ষ্মীপুর সংবাদ : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ভোটারদের মধ্যে চলছে সিনিয়র সহ-সভাপতি পদে আহাম্মদ উল্লাহ মিয়া (হরিণ) ও হাজ্বি মনিরুল হক (মনির মিয়া) (কাপ-পিরিচ) প্রতিকের হাড্ডাহাড্ডি লড়াই। দু’ জনই ব্যবসায়ি ও ঘরমালিক ভোটারদের মন জয় করে ভোট করছেন।
আহম্মদ উল্লাহ মিয়া ভোরেরবাণীকে বলেন, উপজেলার হাজিরহাট একটি বড় বাজার। এখানে ব্যবসায়ী ও ঘরমালিকদের নানা সমস্যা রয়েছে। তাদের সমস্যা লাঘবে কাজ করতে চাই। নির্বাচনে প্রার্থী হয়েছি, ভোটারগণ বিবেচনা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা করছি।
হাজ্বি মনির মিয়া ভোরেরবাণীকে বলেন, হাজিরহাট বাজার হাজ্বির বাড়ির ঐহিত্য। এ বাজারের ব্যবসায়ী ও ঘরমালিকদের বড় সমস্যা পাবলিক টয়লেটসহ যাবতীয় সমস্যার সমাধানে নির্বাচন করছি। তিনি সবার ভোট ও দোয়া কামনা করেন। তিনি জয়ী হলে নিজস্ব ভূমিতে প্রধান সমস্যা পাবলিক টয়লেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবং বিনা ভাড়াতে বাজার পরিচালনা করতে অফিস করে দিবেন।
এছাড়াও এ পদে আরও দুই প্রার্থী সহ চারজন প্রতিদন্ধীতা করছেন।
বাজার পরিচালনা কমিটির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই দিন ১২পদে ১৪জনকে ব্যবসায়ী ও ঘরমালিকরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। ১২ পদে ৫১জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
ভোরের বাণী/ ডেস্ক