লক্ষ্মীপুরে সাবেক চেয়ারম্যানের স্মরণ সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন প্রতিষ্ঠাতা ও সাবেক বৃহত্তম ভবাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান, বিএনপি’র ইউপি’র সাবেক সভাপতি সফি উল্যাহ মিয়া’র ৬ ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এসময় তার স্মরণে দোয়া ও মিলাত মাহফিল করা হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর ঈদীল পুকুর পাড় জামে মসজিদ মাঠে এ আয়োজন করা হয়। বিএনপি’র ইউপি সভাপতি নুরু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি বোরহান উদ্দীন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ডা: মহিন উদ্দিন, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, রুহুল আমিন, মরহুমের বড় ছেলে মুনছুর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম দিদার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা, মো.হারুনুর রশিদ, মাও: নুরুল আলম, ঈদীল পুকুর জামে মসজিদের সভাপতি মাস্টার সামছুদ্দিনসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সফি উল্যাহ মিয়া বৃহত্তম ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান থাকা কালে অবহেলিত ইউনিয়নের পূর্বাঞ্চলের মানুষের জন্য ব্যাপক কাজ করেছেন। তিনি ভবানীগঞ্জ থেকে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আলাদা করেন। যার কারণে বর্তমান তেওয়ারীগন্জ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মুনছুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি পূর্বাঞ্চলের মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা, রাস্তা-ঘাট সহ যাবতীয় কাজে অগ্রহণী ভূমিকা রাখেন। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. গিয়াস উদ্দীন।
তিনি অসুস্থতাজনিত কারণে ৫৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য আত্মীস্বজন রেখে যান।
ভী-বাণী/ডেস্ক /আমজাদ হোসেন আমু