আন্ডারচরে আনারস প্রতিকে ভোট করছে আলী হায়দর বকসি
স্টাফ রিপোর্টার- স্থানীয় সরকার ইউপি নির্বাচনে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন নোয়াখালীর সদর উপজেলার আন্ডার চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হায়দর বকসি। তিনি আনারস প্রতিক নিয়ে পুরো ইউপির বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা, চায়ের দোকান, বাড়ি-বাড়ি গিয়ে উঠান বৈঠক করে ভোট চাচ্ছেন।তার ব্যানার, পেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান। তিনি-ই হচ্ছে চেয়ারম্যান পদে একমাত্র আলোচিত কেন্দ্র বিন্দু। সবার মধ্যে সৎ, আর্দশিক ও নিষ্টাবান প্রার্থী হিসেবে পরিচিত তিনি।
স্থানীয় ভোটারদের মতে, আলী হায়দর বকসি সব প্রার্থীর মধ্যে সেরা ও জনপ্রিয়। তিনি বিগত দিনে চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের সাথে কাজ করেছেন। তার মধ্যে কোন হিংসা-বিদ্রেষ নেই। তিনি সবসময় সবার জন্য কাজ করেছেন। তিনি সুখে-দু:খে মানুষের জন্য নিবেদিত ছিলেন। দলমতের উদ্ধে তিনি সবার চেয়ে আলাদা ও আর্দশিক।
এলাকার তরুন ভোটাররা জানান, আলী হায়দর বকসি সাধারণ ভোটারদের চেয়ে তরুন উদিয়মান ভোটারদের মন জয় করেছেন। তরুন ভোটাররা তার ভোট নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন। তরুনদের শ্লোগান সব প্রার্থীর সেরা আলী হায়দর বকসি।
আলী হায়দর বকসি জানান, তিনি বর্তমানে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার দল (আ’লীগ) তাকে (নৌকা প্রতিক) নমীনেশনে মনোনয়ন দেয়ার কথা ছিল। কিন্তু দলের কিছু কুচক্রি মহলের সিদ্ধান্তে দেয়া হয়নি। দল যাকে নমীনেশন নৌকা প্রতিক দিয়েছে, তার অবস্থা খুবই নাজুক। তিনি নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হবেন, এমনটাই আশা করেন।
পরিশেষে, দলমতের উর্দ্ধে সবার কাছে ভোট চেয়েছেন। তিনি তার অসমাপ্ত কাজ শেষ করতে চান। তাকে যেন আনারস প্রতিকে ভোট দেন সেই আশা ব্যক্ত করেন। এবং সবার দোয়া কামনা।
স্থানীয় সরকার নির্বাচনে ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্টিত হবে। আন্ডারচর ইউপিতে নৌকা প্রতিকে সাথে স্বতন্ত্র ভোট করছে অন্যান্য প্রার্থীরা।
আমু/ভী-বাণী