বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সারাদেশ » আন্ডার চর ইউপিতে জনসমর্থনে এগিয়ে আলী হায়দর বকসি চেয়ারম্যান
আন্ডার চর ইউপিতে জনসমর্থনে এগিয়ে আলী হায়দর বকসি চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার- নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় জনগনের আস্থা ও সমর্থনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলী হায়দর বকসি (চেয়ারম্যান) নির্বাচন করছেন। তিনি আন্ডারচর ইউপি’র চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে ৪র্থ ধাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যানে ভোট করছেন।
স্থাণীয় নেতা-কর্মীরা জানান, আলী হায়দর বকসি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকার সাধারণ মানুষ খুব শান্তিতে সহজ-সরল জীবন-যাপন করছেন। এলাকার সাধারণ মানুষ যেকোন কাজে তার কাছে সবসময় সুযোগ-সুবিধা পান। তিনি নিজে বাড়ি-বাড়ি গিয়ে মানুষে সুখ-দু:খ ভাগ করে নিতেন। বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন, তাদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিলেন। তিনি দলমতের উর্দ্ধে থেকে উন্নয়নমুলক কাজ করেন।
তারা আরও জানান, আলী হায়দর বকসি, আন্ডার চরে চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকার কাচাঁ সড়ক পাকাঁ করেছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ উন্নয়ণমুলক প্রচুর কাজ করেছেন। তার অসম্পূর্ন উন্নয়নমুলক কাজগুলো শেষ করতে তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় আ’লীগ নেতা খলিল, মালেক, ক্বারী, রফিক, সিরাজ, মোহাম্মদ জানান, দলের তৃনমুল নেতারা নৌকা প্রতিকে বকসি চেয়ারম্যানকে সমর্থন দেন। দল যাকে নমিনেশন দিয়েছে তার অবস্থা স্থানীয়ভাবে খুবই বাজে-খারাপ। যেটার প্রমান ভোটে দেখা যাবে।
আলী হায়দর বকসি বলেন, তিনি স্বৈরাচার আন্দোলনসহ যুবলীগের রাজনীতে থেকে শুরু করে বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছি। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটিসহ জননেত্রী শেখ হাসিনা’র স্বপ্নের সোনার বাংলা বি-নির্মানে উন্নয়নমূলক কাজ করে ব্যাপক পরিবর্তন করেছি।
গতবার দলের প্রতিকে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও আন্ডার চরে তৃণমুল আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকার প্রতিকের জন্য সমর্থণ করার পরও দল তাকে নমীনেশন দেয়নি। এতে তিনি বিব্রত নন। তিনি স্থাণীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচন করছেন।
তিনি আরও জানান, আন্ডার চর ইউপিতে চেয়ারম্যান হওয়ার পর থেকে সাধারণ মানুষ খুব শান্তিতে জীবন-যাপন করছেন। এলাকার স্থানীয় সন্ত্রাস, ভূমিদস্যু, ডাকাত, মাদক কারবারীসহ অসামাজিক কার্যক্রম বন্ধে কাজ করেছি। এলাকার সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমুলক কাজ করছি। সাধারণ মানুষের ইচ্ছেমতে নির্বাচন করতে হচ্ছে। এলাকার অসম্পূর্ন কাজ সম্পূর্ন করতে প্রার্থী হয়েছি।
তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগন আগামী ২৬ ডিসেস্বর ব্যালটের মাধ্যমে প্রমান দিবে। এমন প্রত্যাশা করছি। পরিশেষে, দলমতের উর্দ্ধে সবার দোয়া কামনা করছি।
ভী-বাণী/ডেস্ক /আমু