শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ভোট করায় দলীয় পদ থেকে রাজুকে বহিস্কার
নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ভোট করায় দলীয় পদ থেকে রাজুকে বহিস্কার
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি)নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর হিসেবে ভোট করায় উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে আশরাফ উদ্দিন রাজন (রাজু) কে বহিস্কার করা হয়।
শুক্রবার (০৫ নম্ভেবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতিক দেওয়া হয়েছে।কিন্তু তিনি দলীয় শৃংঙ্গলা ভঙ্গ করে( মটরসাইকেল প্রতিক) নিয়ে দলের বিরুদ্ধে প্রার্থীতা ঘোষণা করেন। এবং ভোটারদের কাছে ভোট চাইছেন।
বিদ্রোহী প্রার্থীর হিসেবে ভোটে অংশগ্রহন করায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা ভঙ্গ করেছে। এতে দলীয় গঠনতন্ত্রের ৪৮ (৯) ধারা অনুযায়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ ও দলীয় সকল কার্যক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।
আশরাফ উদ্দিন রাজন (রাজু) বলেন, তাকে জননেত্রী শেখ হাছিনা ছাড়া অন্য কারো দল থেকে বহিস্কার করতে পারবে না। যারা বহিস্কার করেছে তারা দলের সাময়িক দায়িত্বে রয়েছে। তারা তাকে কিভাবে বহিস্কার করবে..? তিনি বহিস্কার নিয়ে বিদ্রত নন।
ভী-বাণী/ডেস্ক