কমলনগরে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নে সাবেক সংসদ সদস্যের বাস ভবনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময়, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সাজ্জাদ হোসেন সাজু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটি সদস্য ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম দিদার হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দিন তালুকদার, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাওলানা ইউছুফ পাটোয়ারী, সাহাব উদ্দিন রনি, আবু ছায়েদ দোলন, মো. কামরুল ইসলাম, হেলাল মেম্বার, শ্রমিক দলের সভাপতি মো. আজাদ উদ্দিন, কৃষকদলের আহবায়ক মো. আজাদ, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এমরান হোসেন মুরাদ, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন আমু, মোরশেদ আলম, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন মাহমুদ, এড.আমজাদ হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, রুপম দাস, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আকতার মাহমুদ, ওসমান গনি রিপাত, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আশরাফ সোহেল, মাহমুদুল শামীম, জুয়েল মাহমুদ, কলেজ ছাত্রদলের আহবায়ক দাউদ, ওসমান গনি, হাসানাত জামান তামিমসহ প্রমুখ।
এসময়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সাবেক দু’বারের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান এর পক্ষে দেশনেত্রি বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজপথে আন্দোলনকে বেগবান করতে আহবান জানান বক্তব্যরত নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন, ছাত্রদলের সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া।
ভী-বানী/ডেস্ক/আমু