সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক এমপি নিজান
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক এমপি নিজান
লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লক্ষ্মীপুর জেলার অধীনে রামগতি উপজেলা, রামগতি পৌরসভা ও কমলনগর উপজেলাসহ ৩ ইউনিটে নতুন কমিটি ঘোষনা করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটি গুলো অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটি -
১. রামগতিতে মো. শাহরিয়ার হান্নানকে আহবায়ক ও মো. বেলাল হোসেনকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
২.রামগতি পৌরসভায় আব্দুল করিমকে আহবায়ক ও মো. জোবায়ের হোসেনকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
অন্যদিকে, কমলনগরে মো. নুরুল আমিন সেলিমকে আহবায়ক ও মো. গিয়াস উদ্দিন মাহমুদকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
এসময়, লক্ষ্মীপুর -৪ রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এবং লক্ষ্মীপুর জেলা কমিটিকে নতুন কমিটি অনুমোদন দেয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে যারা নেতৃত্বে এসেছে তারা দলের সিদ্ধান্তে দেশ নেত্রী বেগম জিয়া ও তারেক রহমানের সকল নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা জ্ঞাপন করেন।